২০১৭ সালে প্রথম অ্যালবাম দিয়ে যাত্রা শুরু করলেও, ২০২০ সালে প্রকাশিত ফিউচার নস্ট্যালজিয়া তাকে পৌঁছে দেয় বিশ্বসঙ্গীতের শীর্ষে। স্বল্প ক্যারিয়ারে অনেক কিছুতেই রেকর্ড রয়েছে তার। পপ তারকা ডুয়া লিপা তার মেধায়, অধ্যাবসায়ে গড়েছেন অবাক করা সম্পদের পাহাড়।
২২ আগস্ট ছিল তার ৩০তম জন্মদিন। জামাইকায় বয়ফ্রেন্ড কলাম টার্নারের সঙ্গে উদযাপন করেছেন দিনটি। এর আগে তিনি তার ২৯তম জন্মদিন উদযাপন করেছিলেন আইবিজায়, যেখানে তিনি জ্যাকেমাসের কাস্টম ব্যাকলেস গাউন পরেছিলেন।
গান থেকেই কাঁড়ি কাঁড়ি অর্থ উপার্জন করেছেন ডুয়া লিপা। এ বছর ‘ফোরটি আন্ডার ফোরটি রিচ লিস্ট’ প্রকাশ করছে দ্য সানডে টাইমস। তালিকায় ৩৪তম অবস্থানে রয়েছেন তিনি। ডুয়া লিপার সম্পত্তির পরিমাণ প্রায় ১৫৬ মিলিয়ন মার্কিন ডলার!
এই বছরের জুনে ভোগ ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে ডুয়া বলেন, ‘আমরা বাগদান সেরেছি। এটা ছিল খুবই রোমাঞ্চকর সময়। একসঙ্গে বুড়ো হওয়ার সিদ্ধান্ত, জীবনটা একসঙ্গে দেখা আর সারা জীবন সেরা বন্ধু হয়ে থাকার ভাবনাটাই অনেক বিশেষ কিছু।’
গানের পাশাপাশি অভিনয়েও দেখা যায় ডুয়া লিপাকে। ‘বার্বি’ দিয়ে অভিনয়ে অভিষেক হয়েছে তার। ‘আরগাইল’ সিনেমায়ও তাকে দেখা গেছে। ১৯৯৫ সালে লন্ডনে জন্ম ডুয়া লিপার। তবে তার মা-বাবা যুক্তরাজ্যের মানুষ নন, কসোভোর। ১৯৮৮ সালে কসোভোতে যুদ্ধ শুরু হলে আটকা পড়েন। ১৯৯২ সালে শরণার্থী হিসেবে আশ্রয় নেন যুক্তরাজ্যে। পরে সেখানেই থিতু হন।
আমার বার্তা/এল/এমই