মার্কিন স্বামীকে প্রকাশ্যে আনলেন পিয়া বিপাশা

প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১৭:৪৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

পিয়া বিপাশা। ছবি- সংগৃহীত

অবশেষে মার্কিন স্বামীকে প্রকাশ্যে আনলেন পিয়া বিপাশা। হুট করে পাঁচ বছর আগে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে যান মডেল ও অভিনয়শিল্পী পিয়া বিপাশা। একমাত্র মেয়েকে নিয়ে নিউইয়র্কে বসবাস শুরু করেন। এরপর যুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে তাঁর প্রেম ও ভালোবাসা হয়। তারপর তাঁরা বিয়ে করেন। দুজনে মিলে বিয়ে করলেও ঘটা করে অনুষ্ঠান করেননি। তাই স্বামীকেও প্রকাশ্যে আনেননি। সম্প্রতি পিয়া তাঁর মার্কিন স্বামীর সঙ্গে একাধিক স্থিরচিত্র ও ভিডিও ক্লিপ পোস্ট করেছেন। 

এ বছরের এপ্রিলে পিয়া বিপাশা জানিয়েছিলেন, চলতি বছরের শেষ দিকে মার্কিন নাগরিক স্বামীর সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়ার ইচ্ছা। শেষ পর্যন্ত অতটা সময় নেননি। পিয়ার ইনস্টাগ্রাম থেকে জানা গেছে, ২৬ জুন বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিয়েছেন তিনি।

মার্কিন স্বামীর নাম পরিচয় প্রকাশ না করলেও স্থিরচিত্র প্রকাশ করেছেন। কথা প্রসঙ্গে পিয়া জানান, স্বামীর নাম-পরিচয় প্রকাশ করতে চান না। ইনস্টাগ্রামে পিয়া বিপাশার পোস্ট করা স্থিরচিত্রে ১৪ হাজারের মতো রিঅ্যাকশন পড়েছে এবং মন্তব্য করা হয়েছে ৬০টি। প্রত্যেকে পিয়া বিপাশার নতুনজীবনের শুভকামনা জানিয়েছেন।

বিনোদন অঙ্গনে কাজ করার স্বপ্ন নিয়ে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় নাম লেখান পিয়া বিপাশা। প্রতিযোগিতার সেরা দশে পৌঁছানোর পর হঠাৎ ক্যাম্প থেকে বেরিয়ে যান তিনি। এরপর বিজ্ঞাপনচিত্রে কাজ শুরু করেন। পরের বছর ২০১৩ সালে ‘দ্বিতীয় মাত্রা’ নাটকে তাহসান খানের বিপরীতে অভিনয় করেন।

ছোটবেলায় রূপকথার বই পড়তে পছন্দ করতেন। বই পড়ার সময় গল্পের নায়িকার চরিত্রে নিজেকে কল্পনাও করতেন। বড় পর্দায়ও অভিনয় করেছিলেন। ‘রুদ্র: দ্য গ্যাংস্টার’ নামের সেই ছবি মুক্তি পায়। এরপর ‘রাজনীতি’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। পরে সেই ছবিতে পিয়া বিপাশার পরিবর্তে অপু বিশ্বাস অভিনয় করেন।

এখন আর অভিনয় টানে না পিয়া বিপাশাকে। যুক্তরাষ্ট্রে বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের প্রচারণায় নিজেকে যুক্ত করেছেন। এসব থেকে ভালো আয় হয় তাঁর, এমনটাই জানান তিনি। পিয়া বিপাশা বলেন, ‘বাংলাদেশে ভালো লাগত না। আশপাশের মানুষও কেমন যেন ছিলেন। এ–ও দেখতাম, লবিং ছাড়া কাজ হতো না। ভালো একটি সিনেমা করার কথা ছিল; কিন্তু সেটা আর হয়নি। এরপর আমার মিডিয়ায় কাজ করার ইচ্ছাই নষ্ট হয়ে যায়।’

বাংলাদেশ ছাড়ার আগে পিয়া বিপাশার সংসারে বিচ্ছেদ ঘটে। সেই সংসারে একটি কন্যাসন্তানও আছে। সেসব মনে করে নিউইয়র্ক থেকে এই মডেল ও অভিনয়শিল্পী বলেন, ‘আমার একটি মেয়ে ছিল। সেই মেয়েকে নিয়ে টিকে থাকার বিষয় ছিল। পরে দেখলাম, যেভাবে কাজ হয়, আমাকে দিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা সম্ভব নয়। তাই সিদ্ধান্ত নিলাম, আমেরিকায় চলে আসার। পাঁচ বছর আগে চলে আসি। আমেরিকায় এসে বাংলাদেশের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিই। ইনস্টাগ্রাম তিন বছর ধরে বন্ধ ছিল। বছরখানেক ধরে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করছি। তাই ইনস্টাগ্রাম চালু করেছি।’


আমার বার্তা/এমই