ই-পেপার বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

আন্তর্জাতিক নৃত্য দিবস আজ

নিজস্ব প্রতিবেদক:
২৯ এপ্রিল ২০২৪, ০৯:৪০

আজ আন্তর্জাতিক নৃত্য দিবস। দিবসটি উদযাপনে ২৩ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী উৎসব ও নৃত্যমেলার আয়োজন করেছে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা। আজ শেষ হচ্ছে সাত দিনের এ উৎসব। একই সঙ্গে এদিন শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক নৃত্য দিবসের মূল অনুষ্ঠান। সকাল ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গল নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সূচনা হবে। পরিবেশনা শেষে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বের হবে আনন্দ শোভাযাত্রা। এরপর বিকাল ৫টায় একাডেমির নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, সম্মাননা প্রদান এবং দেশ-বিদেশের শিল্পীদের অংশগ্রহণে বর্ণাঢ্য নৃত্যানুষ্ঠান।

এবারের নৃত্য দিবসের সম্মাননা দেওয়া হবে একুশে পুরস্কারজয়ী নৃত্যশিল্পী শামীম আরা নিপাকে। এ ছাড়া অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ সালের নৃত্যাচার্য বুলবুল চৌধুরী স্মৃতি পদক দেওয়া হবে মো. ইলিয়াস চৌধুরী ও ড. নিগার চৌধুরীকে। আলোচনায় অংশ নেবেন দুই নৃত্যগুরু শিবলী মোহাম্মদ ও মুনমুন আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। আমন্ত্রিত অতিথি থাকবেন নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ। সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। পাশাপাশি আন্তর্জাতিক নৃত্য দিবস-২০২৪ উপলক্ষে আজ থেকে নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ দুই দিনব্যাপী নৃত্যানুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করেছে।

বাংলাদেশ জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে ‘পরিবর্তন’ শীর্ষক অনুষ্ঠানটির উদ্বোধন করবেন সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি থাকবেন নাট্যজন রামেন্দু মজুমদারসহ খ্যাতিমান নৃত্যশিল্পীরা। ‘লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন’ শীর্ষক সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান।

এদিকে গতকাল বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা আয়োজিত সাত দিনের নৃত্য উৎসবের ষষ্ঠ দিনে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজার নৃত্য প্রতিযোগিতায় অংশ নেন সারা দেশ থেকে আগত নৃত্যশিল্পীরা। নৃত্য পরিবেশন করে বাংলাদেশ গৌড়ীয় নৃত্য একাডেমি, পুষ্পাঞ্জলি নৃত্যকলা কেন্দ্র, অন্তর নৃত্য নিকেতন, নৃত্যবৃতি ঢাকা, স্পন্দন একাডেমি, বুলবুল ললিতকলা একাডেমি, বকুল নৃত্যালয়, ঘাস ফুল নদী, নবাবগঞ্জ ললিতকলা একাডেমি, নৃত্য রং, সুরধবনি বিদ্যাপীঠ ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা।

প্রসঙ্গত, ১৯৮২ সালে নৃত্য দিবস ইউনেস্কোর স্বীকৃতি লাভ করে। ১৯৯৫ সাল থেকে বাংলাদেশে পালিত হয়ে আসছে বিশ্ব নৃত্য দিবস। আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। তবে করোনার কারণে দুই বছর তেমন কোনো আয়োজন হয়নি। দিনটি উদযাপন করা হয় ব্যালে নৃত্যের স্রষ্টা জ্যঁ জস নুভেরের জন্মদিনে। এই মহান শিল্পীকে চিরস্মরণীয় করে রাখার জন্য ১৯৮২ সালে ইউনেস্কো ২৯ এপ্রিলকে আন্তর্জাতিক নৃত্য দিবস হিসেবে নির্ধারণ করে।

আমার বার্তা/এমই

মিশা-ডিপজলের কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে নিপুণের রিট

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক

পর্দা উঠলো কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরের

‘কান চলচ্চিত্র উৎসব’ পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব। দক্ষিণ ফ্রান্সের রিজোর্ট শহর কান-এ

কৃষ্ণচূড়ার বনে আগুন জ্বেলেছেন রুনা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান মাঝেমধ্যেই নিজেকে মোহনীয় রূপে উপস্থাপন করে থাকেন। সম্প্রতি তারই

কথা রাখার জন্য উপহার পাঠালেন বিরাট-আনুশকা

ভারতের তারকা দম্পতি ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মার ঘরে দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরসার আস্তানায় অভিযান, গ্রেনেড ও রকেট শেলসহ গ্রেপ্তার ২

যাত্রী সুবিধা বাড়াতে নতুন শিডিউলে মেট্রোরেল

পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ১৬

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুঁশিয়ারির জবাব ভারতের

তাদের চোখে পানি, মুখে হাসি

কোতোয়ালি থানা পুলিশের ৬ লাইনম্যানের চাঁদাবাজি

গাজায় অন্তত ৫৬ শতাংশ নারী-শিশু নিহত: জাতিসংঘ

বাংলাদেশের ফুচকা ইজ বেস্ট: ডোনাল্ড লু

নতুন করে রিজার্ভ চুরির খবর সত্য নয়: বাংলাদেশ ব্যাংক

ডোনাল্ড লুর সঙ্গে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা

১৫ মে ঘটে যাওয়া নানান ঘটনা

টরেন্টোগামী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ফের ঢাকায় জরুরি অবতরণ

কারও উপর নির্ভর করে গণতন্ত্র আসবে তা মনে করি না: ফখরুল

ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ব্যবসা সহজীকরণে কাজ করছে সরকার

যুক্তরাষ্ট্রের অন্যায্য শুল্কবৃদ্ধির ঘোষণার জবাব দিলো চীন

সুশীল সমাজের প্রতিনিধিদের স‌ঙ্গে লুর বৈঠক

বাঘাইছড়িতে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে বন্দুকযুদ্ধ

কমলাপুরে ফুটপাত থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

লুর সফর ঘিরে কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী

নুর-রাশেদদের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল