মারা গেলেন জনপ্রিয় অভিনেতা বিক্রম গোখলে

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২২, ১১:০১ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্কব

বিক্রম গোখলে। দাপুটে অভিনেতা। সে ছোটপর্দাই হোক কিংবা বড়পর্দা। তাঁর অভিনয়ে গায়ে কাঁটা দিয়েছে দর্শকদের। কয়েক দশকের অভিনয়জীবনে বিভিন্ন চরিত্রে নজর কেড়েছেন গোখলে সাহেব। পেয়েছেন জাতীয় পুরস্কারও। বলিপাড়ার সেই দাপুটে প্রবীণ অভিনেতাই বুধবার রাতে চলে গেলেন চিরঘুমের দেশে। দুঃসংবাদ প্রকাশ্যে আসতেই শোকের ছায়া বিনোদনমহলে।

প্রসঙ্গত, বিগত ১৫ দিন ধরেই পুণের এক হাসপাতালে ভর্তি ছিলেন বিক্রম গোখলে। তবে বুধবার সন্ধেবেলা আচমকাই তাঁর শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক হয়, চিকিৎসকদের তরফেই জানা গিয়েছে সেকথা। এরপর রাতেই না ফেরার দেশে চলে গেলেন প্রবীণ অভিনেতা। সূত্রের খবর, বিক্রমের মরদেহ আপাতত বালগন্ধর্ব সভাগৃহে রাখা হবে। সেখান থেকেই বৃহস্পতিবার শেষকৃত্যের জন্য রওনা হবে তাঁর নিথর দেহ।

উল্লেখ্য, হিন্দি ইন্ডাস্ট্রির পাশাপাশি মারাঠি ফিল্মদুনিয়াতেও অত্যন্ত জনপ্রিয় অভিনেতা ছিলেন বিক্রম গোখলে। ‘দিল সে’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘ভুলভুলাইয়া’, ‘হিচকি’ থেকে শুরু করে হালফিলের ‘মিশন মঙ্গল’-এর মতো একাধিক বলিউডি সিনেমায় নিজস্ব অভিনয়গুনে নজর কেড়েছেন বিক্রম গোখলে। মারাঠি ছবি অনুমতিতে দারুণ অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারও গিয়েছে তাঁর ঝুলিতে। বুধবার রাতে সেই অভিনেতাই চলে গেলেন না ফেরার দেশে।