জসিম উদ্দিন আকাশের 'হায়া হায়া' গানে গানে ফুটবল বিশ্বকাপ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২২, ১৪:৫৬ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক

বিশ্বকাপ ফুটবল ২০২২ নিয়ে তৈরি হয়েছে গান। আর এটি গেয়েছেন আকাশ সেন ও তৃশা। গানটি লেখা জসিম উদ্দিন আকাশ ও সুর এবং সংগীতায়োজন। 'হায়া হায়া'গানটি পরিকল্পনা ও সব কিছু করেছেন জসিম উদ্দিন আকাশ।

কণ্ঠশিল্পী আকাশ সেন বললেন, ‌বিশ্বকাপ ফুটবল নিয়ে এ গানটিতে যেমন খেলার রেশ রাখা হয়েছে, তেমনি বর্তমান বিশ্বের অবস্থাও তুলে ধরা হয়েছে। তৈরি হয়েছে একটি ভিডিও। যেখানে ফুটবল মাঠের বাইরেও বেশ কিছু ফুটেজ রাখা হয়েছে।

গীতিকার জসিম উদ্দিন আকাশ জানালেন, মানুষে মানুষে সাম্য ও সম্প্রীতি গড়ার ক্ষেত্রে খেলাধুলা একটি কার্যকর মাধ্যম।

আর তাই 'হায়া হায়া' গানটি লিখার মধ্যে দিয়ে বাংলাদেশের সঙ্গীত কে  বিশ্বকাপ ২০২২ সঙ্গী  করাই আমার চিন্তা ভাবনা ছিলো আলহামদুলিল্লাহ্ আমি করতে পেরে খুব আনন্দিত। আমি আমার দেশের নাম কে বিশ্বব্যাপী প্রচার করতে পারবো গানটি তিনটি ভাষায় লিখা হয়েছে আরবি , ইংরেজি , বাংলা কারণ হলো আমার প্রিয় মাতৃভাষা কে সঙ্গী করে রাখা।

আমার বিশ্বাস বাংলাদেশের সঙ্গীত প্রিয় সবাই সাপোর্ট করবেন। আমি আরও নতুন কিছু সঙ্গে সঙ্গীত কে আগে নিয়ে যাবো আমি শুধু বাংলা গানে সাথে সাথে হিন্দি, ইংরেজি আরবি ও চেষ্টা করবো গান হলো আমার নেশা ও ভালোবাসা সবাই সহযোগিতা  ও দোয়া করবেন।