বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের পরিচালক হিসেবে প্রফেসর আসাদুজ্জামানের নিয়োগ স্থগিত করেছেন হাইকোর্ট।
রোববার (৭ সেপ্টেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আশিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আবুল হাসনাত মুহাম্মদ সোলায়মানের দায়ের করা রিটের শুনানি শেষে এ আদেশ দেন।
রিটে জানানো হয়, ২০২৪ সালের ১৩ মার্চ শিক্ষা মন্ত্রণালয় প্রফেসর সোলায়মানকে হিট প্রকল্পের পরিচালক পদে নিয়োগ দেয়। পরদিন তৎকালীন শিক্ষামন্ত্রী নওফেলের মৌখিক নির্দেশে সেই নিয়োগ বাতিল করে ছাত্রলীগের সাবেক নেতা প্রফেসর আসাদুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়। রাজনৈতিক কারণে অবৈধভাবে তাকে অপসারণ করা হয়েছে দাবি করে প্রফেসর সোলায়মান সংবিধানের ১০২ অনুচ্ছেদে হাইকোর্টে রিট দায়ের করেন।
শুনানি শেষে আদালত রুল জারি করে জানতে চান, কেন প্রফেসর সোলায়মানের নিয়োগ বাতিলের আদেশ অবৈধ ঘোষণা ও তাকে পুনর্বহাল করার নির্দেশ দেওয়া হবে না। একইসঙ্গে রুলের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রফেসর আসাদুজ্জামানের নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেন আদালত।
আদালত পর্যবেক্ষণে বলেন, সরকারি প্রকল্প পরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদে কাউকে অপসারণের ক্ষেত্রে স্বচ্ছতা, ন্যায্যতা ও প্রক্রিয়াগত শুদ্ধতা বজায় রাখা জরুরি। কোনো আন্তঃকমিটি সভার সিদ্ধান্ত ছাড়াই এক দিনের ব্যবধানে নিয়োগ বদলের ঘটনায় বিস্ময় প্রকাশ করেন বিচারপতিরা।
প্রফেসর সোলায়মান দাবি করেন, ৩২ জন প্রার্থীর মধ্যে মেধাতালিকায় প্রথম হয়ে তিনি পদে নিয়োগ পেয়েছিলেন, কিন্তু রাজনৈতিক পরিচয়ের কারণে বঞ্চিত হন। এ বিষয়ে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় থেকেও তার পক্ষে মতামত দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ বলেন, “আমরা যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই করেছি। তবে সরকারের সিদ্ধান্ত ছিল রাজনৈতিক বিবেচনায়। সরকার বা বিশ্বব্যাংক চাইলে পরিচালক বদলে দিতে আমাদের আপত্তি নেই।”
আমার বার্তা/জেএইচ