গ্রুপ হাসপাতাল বিমার আওতায় এলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মীরা
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১৩:৪০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য গ্রুপ হাসপাতাল বিমা কার্যক্রমের মেয়াদ দুই বছরের জন্য নবায়ন করা হয়েছে। প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। যা চলবে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, এ বিমা সব স্থায়ী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর জন্য বাধ্যতামূলক। এমনকি প্রেষণে বা চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তিরাও এ বিমার আওতায় আসবেন।
বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের চুক্তি অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বামী বা স্ত্রী, পিতা-মাতা (সর্বোচ্চ বয়স ৭০ বছর) ও সন্তান (সর্বোচ্চ বয়স ২৫ বছর) পোষ্য হিসেবে এই হাসপাতাল বিমার সুবিধা পাবেন। তবে যারা নতুন করে পোষ্য সদস্যদের অন্তর্ভুক্ত করতে চায় তাদের জন্যও সুযোগ রাখা হয়েছে। তাদের আজ ১৭ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ নম্বর, জন্ম তারিখ এবং ছবিসহ প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের পিএএমএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত করে হার্ডকপি কল্যাণ শাখা, অর্থ ও হিসাব দপ্তরে জমা দিতে বলা হয়েছে।
আর বিমা প্রিমিয়াম বাবদ প্রতি মাসে স্বামী বা স্ত্রীর জন্য ৪৩৮ টাকা, সন্তানের জন্য ৩৯৬ টাকা এবং পিতা-মাতার জন্য জনপ্রতি ৪৩৮ টাকা হারে কেটে নেওয়া হবে। তবে যাদের স্ত্রী গত ১ জুলাইয়ের আগে অন্তঃসত্ত্বা হয়েছেন, তারা মাতৃত্বকালীন বিমা সুবিধা পাবেন না। বিমার প্রিমিয়াম ১ জুলাই ২০২৫ থেকে বকেয়াসহ কর্তন করা হবে।
সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব কর্মী এর আগেই নিয়ম মেনে পোষ্যদের অন্তর্ভুক্ত করেছেন এবং এখন কেউ বাদ দিতে চান, তাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ও হিসাব দপ্তরের পরিচালকের বরাবর আবেদনপত্র জমা দিতে পারবেন।
আমার বার্তা/জেএইচ