যশোর বোর্ডে এসএসসির ফল পুনঃনিরীক্ষায় ৫০ হাজার আবেদন জমা

প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১৪:০০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে ফলাফল পুনঃনিরীক্ষার জন্য ৪৯ হাজার ৭৭৯টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ইংরেজি বিষয়ে প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে ১৬ হাজার ১২৮টি।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন জানিয়েছেন, পুনঃনিরীক্ষিত ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। তিনি বলেন, ‘অভিজ্ঞ পরীক্ষকদের মাধ্যমে উত্তরপত্র মূল্যায়ন করা হবে এবং যার যা প্রাপ্য, সে অনুযায়ীই নম্বর দেয়া হবে।’
 
উল্লেখ্য, চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল ১০ জুলাই প্রকাশ করে যশোর বোর্ড। এতে অংশ নেয় ১ লাখ ৩৮ হাজার ৮৫১ জন পরীক্ষার্থী। পাস করেছে ১ লাখ ২ হাজার ৩১৯ জন। ফল প্রকাশের পর ১১ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে খাতা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করা হয়।
 
বোর্ড সূত্র জানায়, মোট ২৪টি বিষয়ের খাতার জন্য আবেদন করা হয়েছে। এর মধ্যে কিছু প্রধান বিষয়ের আবেদনসংখ্যা হলো:
 
    ইংরেজি (প্রথম ও দ্বিতীয় পত্র): ১৬,১২৮
    গণিত: ৬,৮০৩
    রসায়ন: ৩,২৭২
    পদার্থবিজ্ঞান: ২,৭০৮
    জীববিজ্ঞান: ২,১৭৬
    বিজ্ঞান: ২,১১৯
    বাংলা (প্রথম ও দ্বিতীয় পত্র): ৪,০৩৪
    বাংলাদেশ ও বিশ্বপরিচয়: ২,৫১৭
    আইসিটি: ৯৭৩
    হিসাববিজ্ঞান: ৫০৫
    অর্থনীতি: ৫৯৯
    উচ্চতর গণিত: ১,৫১৫
    ইসলাম ধর্ম: ১,৭৪০
    হিন্দু ধর্ম: ৩০৪
    ইতিহাস: ১,০২৬
    ভুগোল: ১,১১৭
    কৃষি শিক্ষা: ১,৩৬৮
    গার্হস্থ্য বিজ্ঞান: ১২১
    ফিন্যান্স ও ব্যাংকিং: ৩১০
    ব্যবসায় উদ্যোগ: ১৪৩
    চারু ও কারুকলা: ২
    পৌরনীতি: ২৯৯

 
বোর্ড জানায়, নির্ধারিত সময়ের মধ্যেই ফলাফল প্রস্তুতের কাজ শেষ করে নির্ধারিত দিনে তা প্রকাশ করা হবে।

আমার বার্তা/এল/এমই