ই-পেপার শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

মানবসম্পদ উন্নয়নসহ উচ্চশিক্ষার ৬ খাতে সহযোগিতার আগ্রহ এএফডির

আমার বার্তা অনলাইন:
২১ এপ্রিল ২০২৫, ১৬:১৯

মানবসম্পদ উন্নয়ন, স্মার্ট কৃষি, তৈরি পোশাক শিল্প, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ উন্নয়ন ও পানি ব্যবস্থাপনা খাতে দক্ষ জনবল তৈরিতে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি)।

সোমবার (২১ এপ্রিল) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে এক সভায় এ আগ্রহের কথা জানান এএফডির ব্যবস্থাপনা পরিচালক আর্নল্ড দ্য নাদায়াক। এ বিষয়ে দ্রুত একটি ধারণাপত্র তৈরি ও সমঝোতা স্মারক স্বাক্ষরে একমত হয়েছে দুই পক্ষ। এএফডির তিন সদস্যের একটি প্রতিনিধি দল এ সভায় অংশগ্রহণ করে।

ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খানের সভাপতিত্বে সভায় কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, সচিব ড. মো. ফখরুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রফেসর তানজীমউদ্দীন খান বলেন, ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। ফ্যাশন ডিজাইন, হসপিটালিটি ম্যানেজমেন্ট ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দক্ষ জনবল তৈরিতে ফ্রান্সের বিশ্ববিদ্যালয়গুলোর সুনাম রয়েছে। এ বিষয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধিতে এএফডি সহযোগিতা করতে পারে। কৃষি ও টেক্সটাইল শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন দেশের কৃষি, টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও এএফডি যৌথভাবে কাজ করতে পারে।

পাশাপাশি পানি ব্যবস্থাপনা, পরিবেশ উন্নয়ন, তৈরি পোশাক শিল্প ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রযুক্তিগত সহযোগিতাও দিতে তিনি এএফডিকে আহ্বান জানান।

এএফডি এ বিষয়ে কোনো প্রকল্প গ্রহণ করলে ইউজিসি সার্বিক সহযোগিতা প্রদান করবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

এএফডির ব্যবস্থাপনা পরিচালক আর্নল্ড দ্য নাদায়াক বলেন, নতুন প্রকল্পের জন্য দ্রুত একটি ধারণাপত্র তৈরি করা হবে। বাংলাদেশের প্রয়োজনের নিরিখে এ প্রকল্পের চাহিদা নির্ধারণ করা হবে।

প্রকল্প বাস্তবায়নে তিনি ইউজিসির সহযোগিতা প্রত্যাশা করেন। এ প্রকল্পের আওতায় দক্ষ মানবসম্পদ তৈরি, তৈরি পোশাক শিল্প, পানি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বিষয়ে বিশ্ববিদ্যালয়ে মানবসম্পদ উন্নয়ন এবং পাঠ্যক্রম প্রণয়নে সহায়তা করা হবে বলে জানান।

সভায় ফরাসি উন্নয়ন সংস্থা ইউজিসি ও দেশের বিশ্ববিদ্যালয়সমূহে নারীর অংশগ্রহণ এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে ডে-কেয়ার সেন্টার স্থাপনের আহ্বান জানান।

এ বিষয়ে প্রফেসর তানজীমউদ্দীন খান বলেন, ইউজিসি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এ বিষয়ে প্রস্তাব পেশ করবে। বিশ্ববিদ্যালয়সমূহে ডে কেয়ার সেন্টার স্থাপনে জনবল ও আর্থিক সীমাবদ্ধতা রয়েছে।

সভায় ইউজিসি প্রণীত উচ্চশিক্ষার কৌশলপত্র, আউটকাম বেইজড কারিকুলাম টেমপ্লেট, ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, গবেষণা ও উদ্ভাবন বিষয়ে আলোচনা করা হয়।

আমার বার্তা/এমই

প্রাক-প্রাথমিকের ১৫০০ বিদ্যালয়ে স্মার্ট টিভি-ল্যাপটপ দেবে সরকার

দেশের এক থেকে দেড় হাজার সরকারি বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণিতে স্মার্ট টিভি ও ল্যাপটপ সরবরাহের উদ্যোগ

প্রাথমিকে উপবৃত্তির টাকা দ্বিগুণ হচ্ছে, থাকছে আরও সুবিধা

শিশুদের বিদ্যালয়মুখী করতে প্রাক-প্রাথমিক স্তর থেকে উপবৃত্তি দিয়ে আসছে সরকার। বিদ্যালয়ে ভর্তির পর ঝরে পড়া

প্রাথমিকে ৮ হাজার সহকারী শিক্ষক পদ শূন্য, শিগগির বড় বিজ্ঞপ্তি

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আট হাজারেরও বেশি সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে। তাছাড়া ৩০ হাজার

দাবি আদায় না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সব পলিটেকনিক

ছয় দফা দাবি পূরণের সুস্পষ্ট রূপরেখা না পাওয়ায় সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে লাগাতার অচলাবস্থা তৈরির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজিতপুরে বিএনপির দুই নেতাকে বহিষ্কার

ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির সেমিনার ও আপনজন সম্মাননা অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়ায় কৃষকদের মাঝে জামায়াতের পানি ও স্যালাইন বিতরণ

গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশের চেয়ে পিছিয়ে ভারত-পাকিস্তান

আ.লীগকে নিষিদ্ধ করতে না পারা আমাদের সামষ্টিক ব্যর্থতা

আহতরা এখনো কাতরাচ্ছে অথচ আ লীগ নির্বাচনে যাওয়ার স্বপ্ন: জারা

নৌকা মার্কাকে দেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে: নাহিদ ইসলাম

মিয়ানমারকে করিডোর দেয়ার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে

দুই কৃষককে নিয়ে গেল বিএসএফ, দুই ভারতীয়কে আটকে রেখেছে গ্রামবাসী

হাত পায়ের নখ কাটার সুন্নত পদ্ধতি

ফিজিতে ‘দুর্দশায়’ ২৬ বাংলাদেশির প্রয়োজনীয় ব্যবস্থার গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

রাজা তৃতীয় চার্লসের কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

৫ মে দেশে ফিরছেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ

আমরা কোনো সাংবাদিকের চাকরি খাচ্ছিও না, দিচ্ছিও না: প্রেস সচিব

স্থানীয় সরকার নির্বাচন আগে হলে স্বৈরাচার পুনর্বাসিত হতে পারে

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল দুই বন্ধুর

স্কুলের মাঠ দখল করে পশুর হাট চায় না শিক্ষার্থীরা

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে এইড ফর মেন এর সংবাদ সম্মেলন

গাইবান্ধায় কৃষকদল-যুবলীগ নেতার বিরুদ্ধে মুসল্লিদের সড়ক অবরোধ