১১ মাসে মূলধনী যন্ত্রের আমদানি কমেছে ৬৩ কোটি ডলার
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১৫:১৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

২০২৪-২৫ অর্থবছরের প্রথম গত ১১ মাসে (জুলাই-মে) দেশে ৬৩ কোটি ডলারের মূলধনী যন্ত্রপাতির আমদানি কমেছে৷
পরিসংখ্যান অনুযায়ী, গত ১১ মসে মূলধনী যন্ত্র আমদানি হয়েছে ২৬২ কোটি ২৪ লাখ ডলারের, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯.৬ শতাংশ কম। আগের বছর এ অঙ্ক ছিল ৩২৫ কোটি ৯৫ লাখ ডলার।
বিজ্ঞাপন
বাংলাদেশ ব্যাংকের ব্যালান্স অব পেমেন্টস (বিওপি) সংক্রান্ত হালনাগাদ পরিসংখ্যান থেকে এমন তথ্য জানা যায়।
এদিকে, বাংলাদেশ ব্যাংকের ‘উইকলি সিলেকটেড ইকোনমিক ইন্ডিকেটরস’-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১০ মাসে মূলধনী যন্ত্র আমদানির উদ্দেশ্যে খোলা ঋণপত্র (এলসি) কমেছে ২৭.৪৬ শতাংশ, আর নিষ্পত্তি কমেছে ২৫.৫৬ শতাংশ।
এছাড়া মূলধনী যন্ত্র আমদানির নেতিবাচক প্রবণতা সবচেয়ে বেশি চোখে পড়েছে টেক্সটাইল, লেদার, জুট, গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস ও প্যাকেজিং খাতে। টেক্সটাইল খাতে এলসি খোলা কমেছে ২২.০৭ শতাংশ এবং নিষ্পত্তি কমেছে ২৪.৩৮ শতাংশ। লেদার/ট্যানারি খাতে এলসি কমেছে ২৪.৬ শতাংশ এবং নিষ্পত্তি ০.৫৩ শতাংশ। জুট খাতে এলসি খোলা কমেছে ৬.৬৫ শতাংশ এবং নিষ্পত্তি ১৫.৬৭ শতাংশ। পাশাপাশি আমদানি কমেছে ফার্মাসিউটিক্যাল ও প্যাকেজিং খাতেও।
আমার বার্তা/জেএইচ