জ্বালানি তেলের দাম নামতে পারে ৬০ ডলারে: মরগান স্ট্যানলি

প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১৩:২৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ইরান ও ইসরাইলের মধ্যে উত্তেজনা কমে আসায় এবং বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক থাকায় আগামী বছরের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৬০ ডলারে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন বহুজাতিক বিনিয়োগ ব্যাংক এবং আর্থিক পরিষেবা সংস্থা মরগান স্ট্যানলি।

সোমবার (৩০ জুন) এক প্রতিবেদনে ব্যাংকটি জানিয়েছে, আগামী ২০২৫-২৬ সালের মধ্যে ওপেকের বাইরে থাকা দেশগুলো দৈনিক ১০ লাখ ব্যারেল তেল উৎপাদন বাড়াবে, যা সেই সময়ের চাহিদা পূরণে যথেষ্ট হবে।
 
মরগান স্ট্যানলি বলছে, ওপেক এখনো তাদের উৎপাদন সীমা কমানোর প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। ফলে ২০২৬ সাল নাগাদ দৈনিক প্রায় ১৩ লাখ ব্যারেল অতিরিক্ত তেল সরবরাহ হওয়ার সম্ভাবনা রয়েছে।
 
এদিকে, ওপেক প্লাস দেশগুলো মে মাসে সিদ্ধান্ত নিয়েছে, জুলাইয়ে দৈনিক আরও ৪ লাখ ১১ হাজার ব্যারেল তেল উৎপাদন বাড়ানো হবে। এতে এপ্রিল থেকে মোট উৎপাদন বৃদ্ধি হবে দৈনিক ১৩ লাখ ৭০ হাজার ব্যারেল।
 
অন্যদিকে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা কিছুটা প্রভাব ফেললেও সরবরাহ বৃদ্ধির কারণে তেলের দামে চাপ রয়েছে। সোমবারের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১৬ সেন্ট কমে দাঁড়িয়েছে ৬৭ দশমিক ৬১ ডলারে। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৪১ সেন্ট কমে দাঁড়িয়েছে ৬৫ দশমিক ১১ ডলারে।


আমার বার্তা/এল/এমই