বিদেশে পেশাগত কোর্সের ফি পাঠানোর প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক

প্রকাশ : ২০ মে ২০২৫, ১৮:০৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেশাগত কোর্সের ফি বিদেশে পাঠানোর প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এসব কোর্সের ফি পাঠাতে আলাদা করে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হবে না। সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংক সরাসরি এই লেনদেন সম্পন্ন করতে পারবে।

মঙ্গলবার (২০ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দি‌য়ে‌ছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নতুন নির্দেশনার ফলে সিএফএ, সিএএমএস, সিআইএমএ, এসিসিএ, সিআইআইসহ বিভিন্ন আন্তর্জাতিক পেশাগত কোর্সের ফি এখন সরাসরি ব্যাংকের মাধ্যমে পাঠানো যাবে। তবে এ ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে সংশ্লিষ্ট ব্যাংকে কোর্স ফি সংক্রান্ত ডিমান্ড নোট বা চালান, স্বঘোষিত ঘোষণাপত্র এবং প্রতিষ্ঠানের ফি নোটিশ জমা দিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেন, এতদিন এ ধরনের লেনদেনের জন্য আলাদা অনুমোদন নিতে হতো, যা সময়সাপেক্ষ ছিল। নতুন এই নিয়মে শিক্ষার্থীরা দ্রুত এবং সহজেই বিদেশে কোর্স ফি পাঠাতে পারবেন।

ব্যাংকিং খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এ সিদ্ধান্তের ফলে বৈদেশিক মুদ্রার লেনদেন প্রক্রিয়া সহজ হবে। অন্যদিকে, শিক্ষার্থীরাও এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টিং কোর্সের এক শিক্ষার্থী বলেন, এখন আমরা সহজেই বিদেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের কোর্স ফি পাঠাতে পারব। আগে এই প্রক্রিয়াটি অনেক জটিল ছিল। ফলে বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত দেশের তরুণ পেশাজীবীদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ বাড়াবে। এতে করে দেশের মানবসম্পদ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

এই নিয়মটি চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ), চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এসিসিএ, সিএএমএস), সের্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিআইএমএ) এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসহ (সিআইআই) বিভিন্ন আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেশাদারি কোর্সের ক্ষেত্রে প্রযোজ্য হবে।


আমার বার্তা/এল/এমই