৪৮ কেজি গাঁজা ও পিকআপসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার

প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১০:৩৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

যাত্রাবাড়ী থেকে ৪৮ কেজি গাঁজা ও মাদক পরিবহণে ব্যবহৃত একটি পিকআপসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ। তারা হলো-রুবেল, মো. হেলাল মিয়া ও মাসুদ রানা। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে ধোলাইপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন ওয়ারী থানাধীন ধোলাইপাড় এলাকায় মাদক কারবারি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪৮ কেজি গাঁজা ও একটি পিকআপসহ রুবেল, হেলাল ও মাসুদকে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য যাত্রাবাড়ীসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এদিকে বুধবার রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল যাত্রাবাড়ী থানাধীন মীর হাজীরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যমানের দুই কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার মাদক কারবারির নাম মো. মোবারক মিয়া। 


আমার বার্তা/এমই