বাগেরহাটে কর্মচারীদের বেঁধে রেখে কোটি টাকার কাঁচামাল লুট

প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১৬:৩৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বাগেরহাটে হ্যামকো কোম্পানির একটি প্রতিষ্ঠানে কর্মচারীদের বেঁধে রেখে কোটি টাকার কাঁচামাল লুটের অভিযোগ উঠেছে।

শুক্রবার (৪ জুলাই) রাতে ফকিরহাট উপজেলার কাটাখালি এলাকায় অবস্থিত হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ আওতাধীন এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজে এ ঘটনা ঘটে।
 
শ্রমিকরা জানান, শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে মুখে মাস্ক পরা ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের ভয় দেখিয়ে ওই প্রতিষ্ঠানে ভেতরে ঢোকে। এসময় ৭ নিরাপত্তাকর্মী ও ৪ জন শ্রমিককে বেঁধে রাখে। এরপর তারা গেডাউনে ঢুকে সেখান থেকে অ্যালুমিনিয়াম বার ১৫ টন, তামার তার ১ টন ও বৈদ্যুতিক তার আড়াই টন দুটি ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায়।

এসব মালামাল ও জিনিসপত্র প্রতিষ্ঠানের কাঁচামাল হিসেবে ব্যবহার করার জন্য গুদামজাত করে রাখা হয়েছিল। এতে প্রায় এক কোটি দুই লাখ টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে কোম্পানি। তাদের দেশীয় অস্ত্র ছিল বলে শ্রমিকরা জানান।

হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. সিদ্দিকুর রহমান জানান, দুই দিন ছুটি থাকায় শ্রমিকরা সন্ধ্যায় কারখান ত্যাগ করেছিল। ডাকাত দল রাত ৮টার দিকে নিরাপত্তাকর্মিদের ভয় দেখিয়ে ভেতরে প্রবেশ করে। তারা প্রায় ৮ ঘণ্টা অবস্থান করে। পরে ডাকাত দল ট্রাকে করে ভোর ৪টার দিকে এসব মালামাল ও জিনিসপত্র নিয়ে চলে যায়। অপরাধীদের আইনের আওতায় আনার দাবি ম্যানেজার সিদ্দিকুর রহমানের।
 
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, পুলিশের একটি দল  ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতরা নিরাপত্তাকর্মী ও শ্রমিকদের অস্ত্রের ভয় দেখিয়ে কোম্পানি থেকে বিভিন্ন মালামাল ও জিনিপত্র নিয়ে গেছে। আমরা বিষয়টি ভতিয়ে দেখছি। ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তবে কর্তৃপক্ষ মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আমার বার্তা/এল/এমই