ইউনেস্কো ক্লাবের সম্মাননা পেলেন সিলেটের ১১ প্রবীণ সাংবাদিক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

সাংবাদিকতা ও গণমাধ্যমে অবদান রাখায় সিলেটের ১১ জন প্রবীণ গণমাধ্যমকর্মীকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব এসোসিয়েশন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে সিলেট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের শিরোনাম ছিল সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্র।
 
সভায় বক্তারা বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র প্রহসনে পরিণত হয়। অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনেস্কো ক্লাবের সভাপতি অধ্যাপিকা সৈয়দা মিনুফার নাসরিন। প্রধান অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম। সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাহবুবউদ্দিন চৌধুরী।
 
অনুষ্ঠান শেষে ইউনেস্কো ক্লাব সাংবাদিকতা পুরস্কার ২০২৩ প্রদান করা হয়। সম্মাননা পাওয়া গণমাধ্যমকর্মীরা হলেন—

  ১. জনাব আব্দুল মালিক চৌধুরী (সাবেক ব্যুরো প্রধান, দৈনিক ইত্তেফাক)
  ২. জনাব শুয়াইবুর ইসলাম (প্রতিনিধি, বাসস)
  ৩. জনাব মুহাম্মদ ফয়জুর রহমান (লেখক ও সম্পাদক, সিলেট সংলাপ)
  ৪. জনাব আনিস রহমান (এনটিভি)
  ৫. জনাব মুহাম্মদ আমজাদ হোসাইন (বাংলাদেশ বেতার)
  ৬. জনাব খালেদ আহমদ (বুরো প্রধান, আমার দেশ)
  ৭. জনাব আবদুল হামিদ মানিক (সিলেট ডাক)
  ৮. জনাব আতাউর রহমান আতা (দৈনিক সিলেটের বাণী)
  ৯. জনাব আব্দুল কাদের তাপাদার (দৈনিক নয়া দিগন্ত)
  ১০. জনাব খালেদ আহমেদ (দেশ টিভি)
  ১১.জনাব আব্দুল মালিক জাকা (চ্যানেল এসইউকে)

অনুষ্ঠানে অংশগ্রহণকারী বক্তারা প্রবীণ সাংবাদিকদের অবদানকে সিলেটের গণমাধ্যম অঙ্গনে অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

আমার বার্তা/এল/এমই