ধনু নদীতে নিখোঁজের ২২ ঘণ্টা পর এক জনের মরদেহ উদ্ধার
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

নেত্রকোনার খালিয়াজুড়ির ধনু নদীতে বরযাত্রীবাহী স্পিডবোট ডুবে নারীশিশুসহ চারজনের নিখোঁজের ২২ ঘণ্টা পর ঐশা আক্তার নামের সাত বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বাকি তিনজনের মরদেহ উদ্ধারের কাজ করছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখনও নিখোঁজের রয়েছেন এক নারী ও দুই শিশু।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের অনুষ্ঠানের বরযাত্রী নিয়ে যাওয়ার জন্য একটি স্পিডবোট ভাড়া আনা হয়েছিল।
বোটটি বরযাত্রী রওনা হবার আগ মূহুর্তে কিছুক্ষণের জন্য বিয়ে বাড়ির ১৫ জন মিলে শুক্রবার বিকালে তারা ধনু নদীতে ঘুরতে যাওয়ার পর পাচহাট আন্ধাইর গ্রামের ভীম জালের মাছ ধরা নৌকার সাথে ধাক্কা খেলে মাছ ধরার নৌকার মাঝি স্পীডবোট থামাতে বলে বোটে ওঠে চালকের সাথে ধস্তাধস্তি করতে থাকে। এসময় বোটটি ডুবে গেলে তিনজন সাঁতরে তীরে ওঠেন।
এ ঘটনায় নিখোঁজরা হলো, উপজেলার বয়রা গ্রামের নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮), আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে লায়লা (৭), নোপায়েল মিয়ার মেয়ে উষা মনি (৫) ও সামসু মিয়ার মেয়ে সামিয়া (১১)।
এ ঘটনায় গুরুতর আহত হয়ে কিশোরগঞ্জের ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন বয়রা গ্রামের হেলিম মিয়ার স্ত্রী রোজিনা আক্তার (৩০)।
নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে সকাল থেকে উদ্ধার কাজ করছে। কিছুক্ষণ আগে একজনের মরদেহ উদ্ধার হয়েছে।
আমার বার্তা/জেএইচ