পাইলসের পরিবর্তে রোগীর পিত্তথলি কাটলেন চিকিৎসক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ফরিদপুরে একটি হাসপাতালে এক রোগীর পাইলসের পরিবর্তে পিত্তথলির অস্ত্রোপচার করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী ও রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে হাসপাতালটিতে ভাঙচুর চালান। এক পর্যায়ে হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা পালিয়ে যান। এরপর ফরিদপুর স্বাস্থ্য বিভাগ হাসপাতালটি বন্ধ ঘোষণা করে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার শহীদ সুফি সড়কের সৌদি-বাংলা প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই হাসপাতালে জেলার সদরপুর উপজেলার আসলাম হোসেনের স্ত্রী হ্যাপি বেগম (৩৫) নামে এক রোগী পাইলসের অস্ত্রোপচার করাতে আসেন। তবে তার পাইলসের পরিবর্তে পিত্তথলির অস্ত্রোপচার করা হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে বিষয়টি জানাজানি হয়।

খবর পেয়ে জেলার স্বেচ্ছাসেবী ছাত্ররা উপস্থিত হলে ওই হাসপাতালের সব চিকিৎসক, নার্স ও স্টাফরা কৌশলে পালিয়ে যান। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ও রোগীর স্বজনরা হামলা চালিয়ে সৌদি-বাংলা হাসপাতালটির কয়েকটি দরজা-জানালা ভাঙচুর করেন।

আমার বার্তা/এল/এমই