নড়াইল কারাগারে চিকিৎসাধীন ইউপি সদস্যের মৃত্যু
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১৩:৩১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

নড়াইল জেলা কারাগারে হত্যা মামলার আসামি মো. হুমায়ুন কবির (৪৬) নামে এক হাজতির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) রাত ২টার দিকে নড়াইল সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মো. হুমায়ুন কবির নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওই ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত খিলাফত শেখের ছেলে।
কারা কর্তৃপক্ষ জানায়, গত কয়েক দিন ধরে কারাগারে জ্বরে ভুগছিলেন হুমায়ুন। কারা চিকিৎসক তার চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। শুক্রবার (২২ আগস্ট) রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১টা ৪৫ মিনিটে তাকে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ২টা ৭ মিনিটে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার হাজতি নম্বর ছিল ১৫১৮/২৫।
জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলতি বছরের ১১ এপ্রিল সন্ধ্যায় দু’পক্ষের সংঘর্ষে ফরিদ মোল্যা (৫৭) নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী ১৭ এপ্রিল কালিয়া থানায় হত্যা মামলা করেন। মামলায় এজাহারভুক্ত ৮ নম্বর আসামি ছিলেন ইউপি সদস্য হুমায়ুন। গত ২৯ জুন তিনি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠান।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী বলেন, রাত আনুমানিক দুইটার দিকে রোগীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, তাকে আনার আগেই মৃত্যু হয়েছে। কাগজপত্রে জানা যায়, জ্বর ছাড়াও তার হার্টের সমস্যা ছিল।
নড়াইল জেলা কারাগারের জেলার মো. আমিরুল ইসলাম জানান, হাজতি হুমায়ুন বেশ কয়েকদিন অসুস্থ ছিলেন। কারা মেডিকেল অফিসারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, বন্দীর মৃত্যুর ঘটনায় সুরতহাল শেষে মরদেহের ময়নাতদন্ত চলছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
আমার বার্তা/এল/এমই