মোদির বিরুদ্ধে মিছিল করা বাহার এখন মেয়েকে নিয়ে কলকাতায়

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১২:১৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মিছিল করা কুমিল্লার সাবেক এমপি আ ক ম বাহাউদ্দীন বাহার তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনাকে নিয়ে কলকাতায় লুকিয়ে আছেন বলে দাবি করেছেন পূর্ণিমা রানী শীল লগ্নজিতা নামে তরুণী।

শনিবার এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশ সচিবালয় ঢাকা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছিল। এবং ভারত সরকারের বিরুদ্ধে এই সেই কুকুর যে কি না আওয়ামী লীগের খেয়ে পরে মোদির সরকারের বিরুদ্ধে রাস্তায় কাট মোল্লা নিয়ে মিছিল করে সে কেন ভারতের মাটিতে। আর বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায় জীবন বাঁচাতে যেতে চায় তখন ভিসা দরকার ছি!’ 

তিনি লিখেছেন, ‘২০২১ সালে বাংলাদেশে দুর্গাপূজায় হামলার পেছনে বাংলাদেশি আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন বাহার যিনি পূজা মণ্ডপে কোরআন রেখেছিলেন।


তখন সারা বাংলাদেশে পুজোর বারোটা বাজিয়েছিল। তিনি এখন তার মেয়েকে নিয়ে কলকাতার রাজারহাট নিউটাউনে লুকিয়ে আছেন...।’

‘এই বাংলাদেশি জঙ্গি রাজাকার আলবদরকে কোনো রকম সাপোর্ট করা কি ভারত সরকারের উচিত? অবিলম্বে আইনের আয়তায় আনা হোক..রাজ্যে ও কেন্দ্র উভয় সরকারকে আবেদন জানাচ্ছি...!’

‘আমি জানি এটি পৌঁছাতে পারবে কি না। তবে তাকে প্রশ্ন করা হোক, কোন কারণে এগুলো করেছে। আজকে হিন্দুদের নির্যাতন হাজার হাজার, তার কথা কোনো হিন্দু বলে না। 


আমার বার্তা/জেএইচ