ভারতীয় চোরাকারবারিকে ধরতে গিয়ে নৌকাডুবি, বিজিবি সদস্য নিখোঁজ
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০১:০১ | অনলাইন সংস্করণ
মারজানুল আযহার জুনেদ,গোয়াইনঘাট প্রতিনিধি(মাল্টিমিডিয়া):

গোয়াইনঘাটের পিয়াইন নদীতে ভারতীয় চোরাচালান পণ্য আটকাতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মাসুম বিল্ল্যাহ (৩৫)। তিনি সোনারহাট ক্যাম্পে কর্মরত ছিলেন।
শনিবার (৯ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার সদর ও পশ্চিম জাফলং ইউনিয়নের মধ্যবর্তী পন্নগ্রাম ফেনাইকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় নৌকাভর্তি করে অবৈধভাবে ভারতীয় সুপারি নিয়ে আসছিল চোরাকারবারিরা। খবর পেয়ে বিজিবির টহলদল আরেকটি নৌকায় করে ধাওয়া শুরু করলে চোরাচালানির নৌকার ধাক্কায় বিজিবির নৌকাটি ডুবে যায়। এ সময় একজন বিজিবি সদস্য ও নৌকার মাঝি সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সিপাহী মাসুম বিল্ল্যাহ নিখোঁজ হন।
স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর শুনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছি, এখনও বিজিবি সদস্যকে পাওয়া যায় নি।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিস কে জানিয়েছি। স্থানীয় লোকজনও উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছেন।
৪৮ ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারতীয় পণ্যবাহী নৌকার ধাক্কায় আমাদের নৌকা ডুবে গিয়ে এক সিপাহী নিখোঁজ রয়েছেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি।
রাত সাড়ে ৮ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয়ভাবে উদ্ধার তৎপরতা চলছে।