সবাইকে জুলাইয়ের স্পিরিট ধারণ করতে হবে: গোয়াইনঘাটের ইউএনও
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ২০:৫৭ | অনলাইন সংস্করণ
মারজানুল আযহার জুনেদ,গোয়াইনঘাট প্রতিনিধি(মাল্টিমিডিয়া):

সিলেটের গোয়াইনঘাটে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত জুলাই যোদ্ধা সম্মিলন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেছেন, চব্বিশের জুলাইয়ে যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, সেই শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমাদের সবাইকে সেই সাহস, সেই আদর্শ নিয়ে জুলাইয়ের স্পিরিট ধারণ করতে হবে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনিক কনফারেন্স কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত জুলাই যোদ্ধা সম্মিলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের মধ্যে আব্দুল মতিন, শাহরিয়ার গাজী, আব্দুল্লাহ আল মাহফুজ এবং আব্দুর রহিম জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও স্মৃতিচারণমূলক বক্তব্য উপস্থাপন করেন। তাদের বক্তব্যে জুলাই বিপ্লবে অংশগ্রহণ ও ছাত্র-জনতার আত্মত্যাগ এবং আন্দোলনের প্রেক্ষাপট উঠে আসে।
অনুষ্ঠানে অতিথিবৃন্দের বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন ও গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন।
আলোচনার পর জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ -এর উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু কাওছার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সারওয়ার, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, জনস্বাস্থ্য কর্মকর্তা মো. ইউনুস আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফয়জুল হক, ছাত্রনেতা আমিরুল ইসলাম আমিন ও মারজানুল আযহার জুনেদ প্রমুখ।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান কর হয়।