চট্টগ্রামে ১০৭ মিলিমিটার বৃষ্টিপাতের পর এবার জলাবদ্ধতা

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১৭:১৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

নিম্নচাপ কেটে গেলেও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে চট্টগ্রামে। শনিবার (২৬ জুলাই) দিনভর অব্যাহত থাকার পর রোববার (২৭ জুলাই) সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ফলে চট্টগ্রামে শহরে দেখা দিয়েছে জলাবদ্ধতা।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, চট্টগ্রামে রোববার বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১০৭.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা ইসমাইল ভূইয়া ঢাকা পোস্টকে বলেন, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। পাশাপাশি বায়ুচাপের তারতম্য বিরাজ রয়েছে। আগামী দুই দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতে চট্টগ্রাম নগরের কোথাও কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। পাশাপাশি পাহাড়ধসেরও শঙ্কা রয়েছে।

এদিকে, বৃষ্টিপাতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে করে দৈনন্দিন কাজে বের হওয়া লোকজন ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি অটোরিকশা ও রিকশাচালকরা ভাড়া বাড়িয়ে দিয়েছেন।


আমার বার্তা/এল/এমই