জুলাই শহিদদের স্মরণে সরাইলে বিএনপির মৌন মিছিল
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১৬:১৩ | অনলাইন সংস্করণ
সরাইল প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ে বর্ষপূর্তি পালনে কালো ব্যাজ ধারন ও মৌন মিছিল করেছে উপজেলা বিএনপি।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টায় উপজেলা সদরের উচালিয়া মোড় থেকে মৌন মিছিল বের হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু নেতৃত্বে মৌন মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা।
এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী প্রমুখ। এছাড়া মৌন মিছিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং এই আন্দোলনের গৌরবময় ইতিহাস স্মরণ করাই আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্য।
আমার বার্তা/জেএইচ