মানিকগঞ্জে চাঁদাবাজি ও সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ২১:০৫ | অনলাইন সংস্করণ
খাব্বাব হোসেন ত্বহা, মাল্টিমিডিয়া রিপোর্টার :

সারাদেশে বেড়ে চলা চাঁদাবাজি, সন্ত্রাসী হামলা এবং গত বছরের কোটা সংস্কার আন্দোলনে মানিকগঞ্জের খালপাড় এলাকায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও বিচার দাবীতে মানিকগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) দুপুরে সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে রমজান মাহমুদ, আশিকুর রহমান, আশরাফুল ইসলাম রাজু, আসাদুল্লাহ, মাহবুবুর রহমান ও এনামুল হাসান আব্দুল্লাহসহ সংগঠনের আরো নেতারা বক্তব্য দেন।
এসময় বক্তারা বলেন, "কোটা সংস্কার ছিল ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন। তাতে বর্বরোচিত হামলা চালিয়ে মতপ্রকাশের অধিকার রুদ্ধ করা হয়, যা গণতন্ত্রবিরোধী। এখনো এর বিচার হয়নি। আমরা অতিদ্রুত এর বিচার চাই"।তারা আরও বলেন, "সারাদেশে হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাস বেড়েছে। বিচারহীনতা সমাজে সংকট সৃষ্টি করছে।"
মানববন্ধনে দ্রুত নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। কর্মসূচিতে মানিকগঞ্জের বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।