রূপসায় অন্তঃসত্ত্বা স্ত্রী ও স্বামীর উপর পূর্ব-পরিকল্পিত হামলা

প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ২০:৩৩ | অনলাইন সংস্করণ

  মামুন শেখ,রূপসা প্রতিনিধি(মাল্টিমিডিয়া) :

ছবি : প্রতিনিধি

রূপসা উপজেলার চাঁদপুর গ্রামের শাহরুল আলম সম্রাট ও তার অন্তঃসত্ত্ব স্ত্রী রিমা আক্তারের উপর পূর্ব পরিকল্পিত আতর্কিত হামলা হয়েছে বলে জানা যায়। 

ভুক্তভোগী জানান, তিনি ও তার স্ত্রী ১০ জুলাই বৃহস্পতিবার খুলনা থেকে মোটরসাইকেল যোগে চাঁদপুরে বাড়িতে যাওয়ার জন্য রওনা দেন। তেরখাদা উপজেলার শেখপুরা বাজার সংলগ্ন রাস্তায় পৌঁছালে শেখপুরা জাহিদ শেখের ছেলে জনি শেখ সহ চার- পাঁচজন অতর্কিত হামলা চালায়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এলাকার লোকজন চলে আসে। এ সময় সম্রাট তার স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে একটি দোকানে আশ্রয় নেয়। 

বিষয়টি জানাজানি হলে মুরাদ মোল্লা ও ৫নং ঘাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আজিজুল ইসলাম নন্দু ঘটনা স্থলে যায়। একপর্যায়ে জাহিদ শেখের উপস্থিতি তে ঘটনার মিমাংসা হয়ে যায়। ওই সময় সম্রাট ও অন্তসত্ত্বা রিমা শেখপুরা খেয়া ঘাটের দিকে যাওয়ার সময় পূনরায় জনি একটি বাইকে আরো তিন থেকে চারজনকে নিয়ে দুইজনের উপর হামলা চালায়। তাদের হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে এলোপাথাড়ি কোপ দিতে থাকে স্বামীকে বাঁচানোর জন্য রিমা এগিয়ে আসলে তাকেও আঘাত করে জনি শেখ।

রিমা অন্তঃসত্তা হাওয়ার কারণে প্রচন্ড আঘাত লাগায় বর্তমানে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মা ও শিশু কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন। সম্রাট গুরুতর আহত অবস্থায় তিনিও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যদিকে ঘটনার জেরে শিয়ালী-শেখপুরা খেয়াঘাট বন্ধ রয়েছে, ঘাটে লাল পতাকা উড়তে দেখা যায়।