মুরাদনগরে সাপের কামড়ে এক মহিলার মৃত্যু

প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১৫:৫২ | অনলাইন সংস্করণ

  আব্দুল আলীম,মুরাদনগর প্রতিনিধি (মাল্টিমিডিয়া):

ছবি : প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরের ধনীরামপুর গ্রামে নারগিছ আক্তার ( ৪৫)  নামে সাপের কামড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। নারগিছ আক্তার ধনীরামপুর গ্রামের মনির মিয়ার (৫০)  স্ত্রী।

মৃত মহিলার স্বামী মনির মিয়া জানায় প্রতিদিনের মতো গতকাল রাতে তিনি সবার সাথে খাওয়া দাওয়া শেষ করে প্রতিদিনের মতো তিনি ডিউটিতে চলে যান। শনিবার রাত ১০ টার দিকে মনির মিয়ার স্ত্রী নারগিছ আক্তার একটা ছাগলের বাচ্চাকে খাবার দিচ্ছিলেন, ছাগলের বাচ্চাটি দৌড়ে ঘরের চৌকির নিচে চলে যায় এবং নারগিছ আক্তার সেটাকে আনার জন্য চৌকির নিচে হাত দিলে এমন সময় তাকে সাপে কাটে। 

নিহতের ছেলে এমরান জানান আমার মা কে যখন সাপে কাটে তখন আমি আমার মায়ের পাশে ছিলাম, সাপটি ছিলো একেবারে কালো । কামড় দিয়ে দ্রুত চলে যায়। আমার মায়ের হাতে সাপে কাটা স্থানের একটু উপরে গিট দিয়ে আমরা মুরাদনগর হসপিটালে নিয়ে যাই সেখানে ডাক্তার তাদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কুমিল্লা পাঠিয়ে দেয়। কুমিল্লা কুচাইতলী হসপিটালে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।