নীলফামারীর ৪ মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আসাদুজ্জামান নূর

প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ২০:২২ | অনলাইন সংস্করণ

  নীলফামারী প্রতিনিধি:

সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। ফাইল ছবি

নীলফামারীর চার মামলায় সাবেক মন্ত্রী ও নীলফামারী-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

মঙ্গলবার (০৮ জুলাই) বেলা ৩টার দিকে তাঁকে ভার্চুয়ালি নীলফামারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে গ্রেপ্তারের ওই আদেশ দেওয়া হয়।

নীলফামারীতে হওয়া চারটি মামলার মধ্যে দুটি হত্যা মামলা রয়েছে। ২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর এসব মামলা হয়।

সূত্রমতে, নীলফামারী সদর থানা-পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে নীলফামারী জ্যৈষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. মোশাররফ হোসেনের আদালতে ভার্চুয়ালি কাশিমপুর কারাগার থেকে হাজির করা হয় আসাদুজ্জামান নূরকে।

নীলফামারীর চারটি মামলায় গ্রেপ্তার দেখানোর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর এলাকায় সিয়াম ও মামুন হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূর কাশিমপুর কারাগারে রয়েছেন। পুলিশ তাঁকে গত বছরের ১৫ সেপ্টেম্বর রাতে সিয়াম হত্যা মামলায় ঢাকার বেইলী রোডের বাসা থেকে গ্রেপ্তার করে। এরপর আদালতের মাধ্যমে মিরপুরের মামুন হত্যা মামলায় গত বছরের ২৯ সেপ্টেম্বরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপি নেতা গোলাম রব্বানী ও জামায়াতের কর্মী আবু বক্কর সিদ্দিক হত্যা মামলা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা, ভাঙচুরসহ বিস্ফোরক আইনে চারটি পৃথক মামলা হয়।

এসব মামলার প্রধান আসামি তিনি। ওই চার মামলার বাদী আদালতে মামলাগুলো করলে আদালত নীলফামারী সদর থানায় রেকর্ড করার নির্দেশ দেন।

নীলফামারী আদালত পুলিশের পরিদর্শক জিন্নাত আলী জানান, নীলফামারী থানার চারটি মামলার চারজন তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে নীলফামারী-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে ভার্চুয়ালি আদালতে হাজির করা হলে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি ঢাকার কাশিমপুর কারাগার থেকে সংযুক্ত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান, নীলফামারী সদর থানায় হত্যাসহ চারটি মামলায় সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে আজ দুপুরে আদালতের মাধ্যমে ভার্চুয়ালি গ্রেপ্তার দেখানো হয়েছে।


আমার বার্তা/এমই