যশোরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১৪:৪৬ | অনলাইন সংস্করণ

  যশোর ব্যুরো:

যশোরে স্বাস্থ্য সহকারীরা ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে। বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

মঙ্গলবার (০৮ জুলাই) সকাল ৮টা থেকে জেলা সিভিল সার্জন কার্যালয় চত্বরে সামনে এ অবস্থান কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। এর আগে, বিভিন্ন উপজেলা থেকে সিভিল সার্জন এর কার্যালয় সামনে এসে জড়ো হন তারা। বেলা ১১ টা পর্যন্ত তিন ঘণ্টা এ কর্মসূচি চলে।

স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবি হচ্ছে, নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান। ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদাসহ ১১তম গ্রেডে উন্নীতকরণ। পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ। পূর্বের নিয়োগবিধি অনুযায়ী নিযুক্ত সকল কর্মরত স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শকদের স্নাতক স্কেলে আত্মীকরণ। টাইম স্কেল ও উচ্চতর গ্রেড অন্তর্ভুক্ত করে পুনঃনির্ধারিত বেতন স্কেল প্রদান। পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের ১১তম গ্রেডে সরাসরি অন্তর্ভুক্তি করা।অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের যশোর জেলা সভাপতি মহিদুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সহ-সভাপতি রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবির, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, অর্থ সম্পাদক হারুন অর রশিদ এবং উপদেষ্টা আসাদুর রহমান ও শাহনাজ পারভীন।বক্তারা অবিলম্বে দাবিগুলো বাস্তবায়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান। তারা বলেন,দাবিগুলো বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।স্বাস্থ্য সহকারীরা জানান, ৬ দফা বাস্তবায়ন হলে দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও কার্যকর হবে। 
 

আমার বার্তা/এম এ রহমান/এমই