সিলেটে আবারও করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। চলতি দফায় জেলায় এ নিয়ে মোট দুই জনের মৃত্যু হলো।
সবশেষ মঙ্গলবার (১ জুলাই) রাতে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৮০ বছর বয়সী এক বৃদ্ধা।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. মিজানুর রহমান জানান, মৃত নারী মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বাসিন্দা। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে নানা জটিল রোগেও ভুগছিলেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪১টি নমুনা পরীক্ষায় একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বর্তমানে সিলেট জেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা করোনার নতুন এ সংক্রমণ ঠেকাতে সবাইকে সতর্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।
আমার বার্তা/এল/এমই