সিলেটে ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ৬৮জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (২৮ মে) ভোররাতে এই দুই জেলার তিনটি সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদের আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
আটককৃতদের মধ্যে জন ২৮ শিশু, ২২ জন মহিলা ও ১৮জন পুরুষ রয়েছেন। তারা সবাই কুড়িগ্রাম, বাগেরহাট ও যশোর জেলার বাসিন্দা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের জৈন্তাপুর উপজেলায় ৪৮বিজিবি মিনাটিলা বিওপির এলাকার ঝিংগাবাড়ি থেকে ৬ টি পরিবারের ২০ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৭ জন শিশু, ৭ জন মহিলা ও ৬ জন পুরুষ রয়েছেন। তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়।
একই উপজেলার শ্রীপুর বিওপির জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল সংলগ্ন এলাকা থেকে ৫ টি পরিবারের ৩২ জনকে আটক করা হয়। এদের মধ্যে কুড়িগ্রাম জেলার ১৯ জন, যশোরের ৯ জন, বাগেরহাটের ৪ জন।
একই রাতে সুনামগঞ্জের নোয়াকোট বিওপির ছনবাড়ি এলাকা থেকে ৫ টি পরিবারের ১৬ জনকে আটক করা হয়। এদের মধ্যে জন৫ পুরুষ, ৫জন মহিলা ও ৬জন শিশু। তাদের সকলের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
এব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.নাজমুল হক বলেন, সীমান্তে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে ৪৮ বিজিবির আওতাধীন সকল সীমান্তে বিজিবি টহল জোরদার করেছে। তারই অংশ হিসেবে আজ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৬৮জনকে আটক করে বিজিবি।
তিনি আরও বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী পুশইনকৃত সকলেই বাংলাদেশি নাগরিক। যারা ইতোপূর্বে অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে গমন করে। আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নিকটস্থ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
আমার বার্তা/জেএইচ