পঞ্চগড়ে সরকার কর্তৃক ভিডব্লিউবি কার্ডের আওতায় চাল বিতরনের বিনিময়ে উপকারভোগীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে এক ইউনিয়নের ১১জন ইউপি সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাটি ঘটেছে জেলার বোদা উপজেলার ঝলইশালশিড়ি ইউনিয়ন পরিষদে।
সোমবার(২৬ মে) রাতে তাদের ঝলইশালশিড়ি ইউনিয়ন পরিষদ চত্বর থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এর আগে ভিডব্লিউবি কার্ডের আওতায় চাল বিতরনের সময় সুবিধাভোগীদের কাছ থেকে জনপ্রতি ৫০০-৬০০ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগে পরিষদ চত্বরে তাদের অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ মানুষ।
পরে খবর পেয়ে প্রথমে সেনাবাহিনীর সদস্যরা ও পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ মেজিষ্ট্রেট সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে, স্থানীয় মানুষের অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্তদের আটক করে থানায় সোপর্দ করেন। জিজ্ঞাসাবাদে সুবিধাভোগীদের কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়ার কথা স্বীকার করেন অভিযুক্ত ইউপি সদস্যরা।
ঘটনাস্থলে উপস্থিত বোদা উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তদের স্বীকারোক্তি ও ঘটনাস্থলে পাওয়া আলামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বিডব্লিউবি কার্ড এর আওতায় আজ ঝলইশালশিড়ি ইউনিয়নের ২৫৮টি পরিবারকে মাথাপিছু মাসে ৩০ কেজি হারে জানুয়ারী থেকে মে মাস পর্যন্ত ৫ মাসের মোট ১৫০ কেজি করে চাল বিতরন কার্যক্রম পরিচালিত হয়।