কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

প্রকাশ : ২৩ মে ২০২৫, ০৮:৫১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

কক্সবাজারের পেকুয়ায় মোটরসাইকেল ও ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আরিফ (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২মে) রাত ৯টার দিকে উপজেলার সদর ইউপির হরিণাফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে থাকা আরও একজন গুরুতর আহত হন।

নিহত সৌদি প্রবাসী মোহাম্মদ আরিফ (৩৫) চকরিয়া উপজেলার কোনাখালী সিকদার পাড়া এলাকার মৃত ফজল কাদেরের ছেলে।

কিছুদিন আগে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে দেশে আসেন তিনি। এ ঘটনায় মোহাম্মদ হোছাইন (৩৩) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত মো. আরিফ মোটরসাইকেল নিয়ে পেকুয়া থেকে তার বাড়িতে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, এতে দুমড়ে-মুষড়ে যায় মোটরসাইকেলটি।

স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. আরিফকে মৃত ঘোষণা করে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তাফা বলেন, ডাম্পার গাড়িটি জব্দ করেছি। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আমার বার্তা/জেএইচ