শাহজাদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

প্রকাশ : ২০ মে ২০২৫, ১৪:৩০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

সিরাজগঞ্জের শাহজাদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে নজরুল ইসলাম (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১০-১৫ জন। তবে তাদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলার রূপবাটি ইউনিয়নের বাগধোনাইল ও কুলিয়ারচর গ্রামে এ সংঘর্ষ হয়।

নিহত নজরুল ইসলাম বাগধোনাইল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ বাঁধে। এতে বাগধোনাইল গ্রামের নজরুল ইসলামের মৃত্যু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম , মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আমার বার্তা/এল/এমই