ওয়ালটনের আনন্দ র‌্যালিতে খুলনা মাতালেন দুই তারকা

প্রকাশ : ১৫ মে ২০২৫, ১৮:৩৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ঈদ উৎসব উপলক্ষ্যে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এর ‘আবারো মিলিয়নিয়ার’ ক্যাম্পেইনের ব্র্যান্ডিং কার্যক্রম খুলনায় অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে আনন্দ র‌্যালি করেছে ওয়ালটন। ওয়ালটনের র‌্যালিতে এসে খুলনা মাতিয়েছেন দুই তারকা চিত্রনায়ক আমিন খান এবং ক্রিকেট তারকা মেহেদী হাসান মিরাজ।

দু’জনই খুলনার সন্তান। তাদেরকে পেয়ে উচ্ছ্বসিত খুলনাবাসী। আইসিসির এপ্রিল মাসের সেরা খেলোয়াড় হওয়ার পরই মিরাজের খুলনা সফরে বাড়তি উচ্ছ্বাস জোগায় নগরবাসীর মধ্যে। র‌্যালিতে হেটে এবং ঘোড়ার গাড়িতে চড়ে বাধ ভাঙা আন্দন্দে অংশ নেয় দুই তারকা।    

বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে খুলনা মহানগরীর একটি অভিজাত হোটেল থেকে এক আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিতে ঘোড়ার গাড়িসহ বিভিন্ন সাজে অংশ নেয় অসংখ্য মানুষ।  

ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে ক্যাম্পেইনের আনন্দ র‌্যালি এবং ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম মাহবুবুল আলম। এ সময় আরও যুক্ত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান। আনন্দ র‌্যালিটি নগরীর শিববাড়ী মোড় প্রদক্ষিণ করে গ্র্যান্ড প্লাসিড হোটেলে এসে শেষ হয়। খুলনা ছাড়াও দেশের ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিকেল ক্যাম্পে দেওয়া হয়েছে ফ্রি চিকিৎসাসেবা।  

র‌্যালিতে জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, অর্ধ-শতাধিক ক্ষুদে ক্রিকেটার, ওয়ালটনের বিভিন্ন প্রোডাক্টের চিফ বিজনেস অফিসারগণসহ খুলনা জোনের আওতাধীন তিন শতাধিক পরিবেশক, প্লাজা ম্যানেজার ও বিক্রয় প্রতিনিধি অংশ নেন।

আনন্দ র‌্যালি উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, ঈদ মানে উৎসব, ঈদ মানে আনন্দ। আমরা চাই ক্রেতাদের মাঝে সেই আনন্দ ছড়িয়ে দিতে। এরই প্রেক্ষিতে ডিজিটাল ক্যাম্পেইনে মিলিয়নিয়ারসহ বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে। এই কার্যক্রমের মাধ্যমে অসংখ্য ক্রেতার জীবনে সৌভাগ্য ও আনন্দের উপলক্ষ্য হতে পেরেছে ওয়ালটন। ইতোমধ্যেই অনেক ক্রেতা ওয়ালটন পণ্য কিনে মিলিয়নিয়ার হয়েছেন। অনেক ক্রেতা লাখপতি হয়েছেন। অসংখ্য ক্রেতা পেয়েছেন বিভিন্ন পুরস্কার। ডিজিটাল ক্যাম্পেইনের এই আনন্দময় বার্তা সবার কাছে পৌঁছে দিতে একযোগে দেশব্যাপী বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে।

ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক জানান, দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী ক্রেতাসাধারণসহ সকলকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ।

তিনি বলেন, কিস্তি ক্রেতা সুরক্ষা পলিসি’র মাধ্যমে ওয়ালটন প্লাজার মাধ্যমে সারা বছরজুড়েই ক্রেতা সাধারণের জন্য নানাবিধ বিশেষ সুবিধা প্রদান করা হচ্ছে। এটা ক্রেতাদের জন্য আমাদের দায়িত্বশীলতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ।

অনুষ্ঠানে মেহেদী হাসান মিরাজ বলেন, খুলনা আমার প্রাণের শহর। দেশের একমাত্র ইলেক্ট্রনিক প্রোডাক্ট ওয়ালটনের পণ্য কিনে মিলিনিয়ার হতে পারেন আপনিও। ওয়ালটন বহুবার এমন অফার দিয়েছে এবং বহু জায়গায় এমন পুরস্কারও পেয়েছেন অনেকে।

মিরাজ বলেন, আমি খুলনার ছেলে। খুলনা থেকে আমার ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়েছে। খুলনার প্রত্যেকটা মাটি আমার ভালোবাসার জায়গা। যখনই আমি খুলনায় আসি, তখনই ভালো লাগে। বিশেষ করে খুলনার মানুষদের দেখি আমার সামনে তখন আরও ভালো লাগে। বাংলাদেশের অনেক জায়গায় গিয়েছি, অনেক দেশে গিয়েছি কিন্তু খুলনার প্রতি যত ভালোবাসা এমন কখনও হয় না। যখনই সময় পাই, তখনই চলে আসি। বাংলাদেশের বিভিন্ন জেলায় ওয়ালটন অফার দিচ্ছে মিলিয়নিয়ার হওয়ার, আমি কোথায় যাব। আমি প্রথমেই পছন্দ করেছি খুলনা। আরও অনেক স্থানে যেতে বলেছিল, আমি বলেছি প্রথমে খুলনা যাব এবং খুলনা থেকে যেন শুরুটা হয়। আর প্রথম র‌্যালি খুলনা থেকেই শুরু হয়েছে।

মিরাজ বক্তব্যের এক পর্যায়ে নায়ক আমিন খানের বিষয়ে বলেন, তিনিও খুলনায় বড় হয়েছেন। তার শৈশব খুলনায় কেটেছে। কাজের জন্য তিনি ঢাকায় গিয়েছে। খুলনার বিষয়ে তিনি সবসময় আলোচনা করেন। তিনি (আমিন খান) সবসময় আপনাদের পাশে থাকতে চায় ভালোবাসার মানুষ হয়ে।

মিরাজ আরও বলেন, দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে দেশে তৈরি পণ্যের প্রতি গুরুত্ব দিতে হবে। এতে দেশের অর্থ দেশে থাকবে। দেশীয় শিল্পের টেকসই বিকাশের সঙ্গে তৈরি হবে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ। দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে। ওয়ালটন আমাদের সবার গর্ব। দেশের সীমানা পেরিয়ে ওয়ালটন পণ্য এখন বিশ্বের বহু দেশে রপ্তানি হচ্ছে।

প্রসঙ্গত, দেশজুড়ে চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এর আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি সিলিং ফ্যান কিনে ক্রেতারা ‘আবারো মিলিয়নিয়ার’ অর্থাৎ ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়াও লাখ লাখ টাকার ক্যাশ ভাউচারসহ রয়েছে নিশ্চিত পুরস্কার। ঈদ উপলক্ষ্যে ওয়ালটন বাজারে ছেড়েছে আইওটি, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের নতুন সাত মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজার।

 

আমার বার্তা/এল/এমই