নারায়ণগঞ্জে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও ৮ জনের যাবজ্জীবন
প্রকাশ : ১৫ মে ২০২৫, ১৮:২৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

নারায়ণগঞ্জে রূপগঞ্জে নুরুল হক মোল্লা নামে এক ব্যবসায়ীকে হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড ও আটজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মিলন (৪৯) ও সজিব (৪১)। তারা আদালত উপস্থিত ছিলেন।
যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- আলম, জুবায়ের, মোজাম্মেল, আমিনুল, আব্দুল হক, বাবুল, লস্কর আহমেদ জীবন ও রহমত আলী। এদের মধ্যে লস্কর আহমেদ জীবন ও রহমত আলী পলাতক রয়েছেন।
তিনি বলেন, ২০০৯ সালে নুরুল হক মোল্লা রাতে খাওয়া-দাওয়া করে তার রাইস মিলে ঘুমাতে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের তিন দিন পর ঢাকা সিলেট মহাসড়কের পাশে পানিতে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় সেদিন ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়। সেই মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দুইজনের মৃত্যুদণ্ড ও আটজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিন নামে একজনের বিরুদ্ধে কোনো সাক্ষ্যপ্রমাণ না থাকায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়।
আমার বার্তা/এল/এমই