ঠাকুরগাঁও জেলা যুবদলের প্রথম সাধারণ সম্পাদক আব্দুল গোঁফরানের ইন্তেকাল
প্রকাশ : ১৪ মে ২০২৫, ১৭:১৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বীর মুক্তিযোদ্ধা, ঠাকুরগাঁও জেলা যুবদলের প্রথম সাধারণ সম্পাদক এবং ঠাকুরগাঁও রিভার ভিউ হাই স্কুলের প্রাক্তন শিক্ষক মোহাম্মদ আব্দুল গোঁফরান আর নেই।
আজ বুধবার (১৪ মে) সকাল ১১টায় ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
তিনি ছিলেন ঠাকুরগাঁও ডায়াবেটিক হাসপাতালের একজন সদস্য এবং জিয়া পরিষদের সদস্য হিসেবেও সক্রিয় ছিলেন।
গোফরানের মৃত্যুসংবাদের খবরে শোকের ছায়া নেমে এসেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা মহলে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোফরানের মৃত্যুর সংবাদ শুনে গভীর শোক প্রকাশ করেন।
এক আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি জানান, "আমার বন্ধু গোফরানের সঙ্গে স্কুলজীবনে অনেক দুষ্টুমি করতাম। সে প্রায় রুস্তম আলী হেড স্যারের কাছে নালিশ করত। হেড স্যার আমাদের শাস্তি দিতেন বেত মেরে। আফিজুর নামে এক সহপাঠী সবসময় হাসিমুখে থাকত—বেতের শাস্তির মাঝেও সে হাসত। হেড স্যার একসময় আফিজুরকে বুকে টেনে নিয়ে কেঁদে ফেলেছিলেন। এইসব স্মৃতি নিয়ে গত ১৫ জানুয়ারি ঠাকুরগাঁওয়ের বন্ধুদের সঙ্গে আড্ডা দিই, তখন গোফরান আর আফিজুর হাসতে হাসতে ফেটে পড়েছিল। আজ কয়েক মাসের ব্যবধানে গোফরান আমাদের ছেড়ে চলে গেল।"
মির্জা ফখরুল বলেন, "আমি তাঁর রুহের মাগফেরাত কামনা করছি। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাদের এই শোক সইবার শক্তি দিন।"
আমার বার্তা/এমই