দীঘিনালায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
প্রকাশ : ১২ মে ২০২৫, ১৩:০১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে সোমবার (১২ মে) দীঘিনালা থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত মো. হারুনুর রশিদকে (৩৫) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত হারুনুর রশিদ মেরুং ইউনিয়নের বেলছড়ি এলাকার মো. মমতাজ আলী সওদাগরের ছেলে। তিনি ভুক্তভোগী নারীর ভাইয়ের বন্ধু হওয়ায় পূর্বপরিচয়ের সূত্র ধরে তাদের বাড়িতে যাতায়াত করতেন।
মামলার এজাহারে বলা হয়, গত ৬ মে পারিবারিক মনোমালিন্যের কারণে ভুক্তভোগী তার বাবার বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। ওই সময় তার ভাই ও অভিযুক্ত বন্ধু হারুনুর রশিদ তাকে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে নিয়ে আসেন। সেই সময় থেকেই আসামির আচরণ অশোভন হয়ে ওঠে।
এরপর রোববার সকাল সাড়ে ৯টার দিকে ভিকটিমের বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত হারুনুর রশিদ তার বাবার বাড়িতে প্রবেশ করে এবং ধর্ষণ করে।
এ বিষয়ে দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া ঢাকা পোস্টকে বলেন, সংবাদ পেয়ে অভিযুক্তকে রাতেই আটক করা হয়। আজ ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের পর আসামি হারুনকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত শুনানি শেষে আসামিকে জেলা হাজতে প্রেরণ করেছে।
আমার বার্তা/জেএইচ