পিরোজপুর পুলিশ লাইন্স হাসপাতালে ‘প্যাথলজি ল্যাব’ এর উদ্বোধন
প্রকাশ : ০৮ মে ২০২৫, ১৩:২৮ | অনলাইন সংস্করণ
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,পিরোজপুর

পিরোজপুর জেলা পুলিশ লাইন্স হাসপাতালে আধুনিক ‘প্যাথলজি ল্যাব’র শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকালে এ ল্যাবটির উদ্বোধন করেন পিরোজপুরের সম্মানিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ হাসপাতালের ইনচার্জ। এরপর শুভ উদ্বোধনের অংশ হিসেবে ফিতা কাটা, ফলক উন্মোচন এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। উদ্বোধনের পরপরই পুলিশের কয়েকজন সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য পরীক্ষামূলকভাবে প্যাথলজি সেবা প্রদান করা হয়।
পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের তাঁর বক্তব্যে বলেন, “এ ল্যাবের মাধ্যমে এখন থেকে পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা বিনামূল্যে আধুনিক প্যাথলজি সেবা গ্রহণ করতে পারবেন। হাসপাতালের মানোন্নয়নে ধাপে ধাপে আরও উদ্যোগ নেওয়া হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আউয়াল, আরআই পুলিশ লাইন্স, পুলিশ হাসপাতালের ইনচার্জ কর্মকর্তা, নবনিয়োগপ্রাপ্ত ফিজিওথেরাপিস্ট, হাসপাতালের অন্যান্য স্টাফ ও পুলিশের সদস্যবৃন্দ।