গজারিয়ায় একাউন্ট ম্যানেজারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশ : ০৬ মে ২০২৫, ১৬:৩০ | অনলাইন সংস্করণ
মুকবুল হোসেন:

মুন্সিগঞ্জের গজারিয়ায় হোসেন্দী ইউনিয়ন খ্যাত নামা সুপার বোর্ড কেমিক্যাল কোম্পানির একাউন্ট ম্যানেজার সাইফুল আলম (৪০) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫ মে) রাত ১০টায় উপজেলার হোসেন্দী ইউনিয়নের লস্করদী গ্রাম সংলগ্ন কোম্পানির বিশ্রামগার কক্ষ থেকে ফাসিতে ঝুলানো মরদেহ উদ্ধার করা হয়।
কোম্পানিতে চাকরিরত কর্মচারী দেয়া তথ্যে জানা যায় মো. সাইফুল ইসলাম কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার জাহারপাড়া গ্রামের মমতাজ উদ্দিন এর ছেলে। তিনি সুপার বোর্ড কেমিক্যাল কোম্পানির একাউন্ট ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন।
এ বিষয়ে সুপার বোর্ড কেমিক্যাল কোম্পানির কর্তৃপক্ষ বলেন, তিনি কুমিল্লা জেলায় বাসিন্দা হলেও তার শশুরবাড়ি মেঘনা থানার শ্যামনগর এলাকা থেকে অফিসে আশা যাওয়া করতেন। তার বিশ্রামগার কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। কেন সে আত্মহত্যা করলো আমরা অবগত নই।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ জানান, খবর পেয়ে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কারণে আত্মহত্যা করেছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমার বার্তা/এমই