ঝালকাঠিতে থ্রি-হুইলারের ধাক্কায় ২ জন নিহত
প্রকাশ : ০৩ মে ২০২৫, ১৭:১৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ঝালকাঠির নলছিটিতে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত ইজিবাইকে থ্রি-হুইলারের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট সংলগ্ন বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চামটা কৃষ্ণনগর এলাকার হাসেম হাওলাদার (৭০) ও ফলাঘর এলাকার মোহাম্মদ শামীম (৫০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পটুয়াখালী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী ফোর স্ট্রোক থ্রি-হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত ইজিবাইকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক ও চালক ছিটকে পাশের খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। দুর্ঘটনায় ফোর স্ট্রোক থ্রি-হুইলারে থাকা আরও দুই যাত্রী আহত হন। ঘটনার পরপরই থ্রি হুইলারের চালক পালিয়ে যান।
নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ফোর স্ট্রোক থ্রি-হুইলারটি আমাদের হেফাজতে রয়েছে।
আমার বার্তা/এল/এমই