সিরাজগঞ্জের শাহজাদপুরে এই প্রথম সকল ভিডিও ফটোগ্রাফি এবং এডিটরদের উদ্যোগে ইফতার,দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ মার্চ শনিবার (২১ রমজান) শাহজাদপুর ইব্রাহিম বালিকা উচ্চবিদ্যালয়ে (ইসমাইল ইভেন্ট ফটোগ্রাফির) সত্যাধিকারী ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও (অনু ভিডিও এন্ড ফটোগ্রাফির) পরিচালক অপু কুমার রায় এর সঞ্চালনায়, ইফতার , দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অনু ভিডিও এর নুপুর কুমার রায়,মা ভিডিও মোঃ সোহেল রানা,রশিদ ভিডিও মোঃ আব্দুর রশিদ,ইসমাইল ইভেন্ট মোঃ ইসমাইল হোসেন,সর্না ভিডিও মোঃ সবুজ রানা,বিদ্যামনি ভিডিও মোঃ সুরুজ আলী,সিমান্ত ভিডিও শ্রী সিমান্ত কুমার সহ আরো উপস্থিত ছিলেন,মোঃ রাহুল আহম্মেদ,সিমান্ত সরকার,সুমন সরদার,রাসেল শেখ সহ আরো অনেকে।