মাওলানা আব্দুল ওহাব ফাউন্ডেশনের ঈদ সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ

প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ২১:৫২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন :

ছবি : প্রতিনিধি

মাওলানা আব্দুল ওহাব (ছোট হুজুর) ফাউন্ডেশনের ঈদ সামগ্রী উপহার ও সেলাই মেসিন বিতরণ করা হয়েছে। 

শনিবার(২২ মার্চ)কুমিল্লার বুড়িচং উপজেলাধীন কালাকচুয়া গ্রামে বিশিষ্ট আলেম দ্বীন,অত্র এলাকার প্রাচীন দ্বীনি প্রতিষ্ঠান, ধর্মীয় তাহযিব তামাদ্দুনের আবাদভূমি, কালাজচুয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রাক্তন শিক্ষক  মরহুম মাওলানা  আব্দুল ওহাব (ছোট হুজুর)ফাউন্ডেশনের আয়োজনে এলাকার দু:স্থ মানুষের মাঝে ঈদের আনন্দ উপভোগের জন্য ঈদ সামগ্রী উপহার এবং দারিদ্র্য বিমোচনে আত্ন  কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেসিন বিতরণ করা হয়।

এতে মরহুম ছোট হুজুরের আওলাদ গণের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৫৩,কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসনে জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী, বুড়িচং-ব্রহ্মনপাড়া উন্নয়ন সংস্থার চেয়ারম্যান  এডভোকেট ড.মোবারক হোসাইন। আরো উপস্থিত ছিলেন কালাকচুয়া মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ইউনুস মিয়া,বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ দেলাওয়ার হোসাইন সবুজ,এডভোকেট এরশাদুল হক,বিশিষ্ট ব্যবসায়ি ও সংগঠক মো:সোলায়মান পাটোয়ারী,মিডিয়া ব্যক্তিত্ব   টিভি উপস্থাপক এইচ এম গোলাম কিবরিয়া রাকিবসহ এলাকার জনসাধারণ।

এ সময় প্রধান অতিথি  ডক্টর মোবারক হোসাইন ঈদ সামগ্রী উপহার ও সেলাই মেসিন প্রাপ্যদের হাতে তুলে দেন।সব শেষে দেশ-জাতির জন্য দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।