উপজেলা পরিষদ নির্বাচন: গজারিয়ায় চেয়ারম্যান পদপ্রার্থী ৫

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ১৮:০৭ | অনলাইন সংস্করণ

  গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় আগামী ৮ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৫ জন চেয়ারম্যান পদপ্রার্থী  উপজেলার সম্ভ্রান্ত দুই পরিবারের সদস্য।

সোমবার (১৫ এপ্রিল) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে উপজেলা নির্বাচন অফিস কার্যালয় সূত্রে জানা যায় ৫ জন  প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর নামের তালিকায় রয়েছে বর্তমান উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, আবুল বাশার ,আশরাফুল ইসলাম আকাশ। 

এদের মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলামের সুযোগ্য সন্তান  আশরাফুল ইসলাম আকাশ, অপর একজন  তার ভাতিজা  আবুল বাশার, মূলত একই পরিবারের  ৩ জন প্রতিদ্বন্দ্বী  প্রার্থী। অপরদিকে চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনসুর আহমেদ জিন্নাহ, তার চাচাতো ভাই চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক দুইবারের উপজেলা চেয়ারম্যান ও সিআইপি রেফায়েত উল্লহ খান। দুই প্রার্থী ইমামপুর ইউনিয়ন সংক্রান্ত খান পরিবারের সদস্য ।   

নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে মনোনয়ন জমা দেয়া দুই পরিবারের ৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ২ প্রার্থীর ভোট যুদ্ধ নিয়মিত নানা কৌশলে চলমান রয়েছে। ভোট যুদ্ধে ভোটারদের সমর্থন আদায়ের লক্ষ্যে নির্বাচনী গণসংযোগ কর্মীসভা  প্রতি দিন প্রতিনিয়ত নানা রকম আয়োজন এর মধ্য দিয়ে মাঠ গুছিয়ে নিচ্ছেন। বর্তমান উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনসুর আহমেদ জিন্নাহ।

উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের একাধিক শীর্ষ নেতাদের মত প্রকাশে জানান সম্ভ্রান্ত দুই পরিবারের একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।একই পরিবারের একাধিক প্রার্থী থাকা বিষয়ে কেউ জানান এটি যাচাই-বাছাই প্রক্রিয়ায় প্রার্থীদের একটি কৌশল মাত্র। তাদের মধ্যে কেউ কেউ বলেন নির্বাচনী ভোটকেন্দ্রে এজেন্ট সুবিধার জন্য একই পরিবারের একাধিক প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা কুহিনুর আক্তার জানান একই পরিবারের একাধিক প্রার্থী হওয়ার ক্ষেত্রে আইনের সুনির্দিষ্ট প্রতিবন্ধকতা নেই ।  উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. লিটন মিয়া জানান একই পরিবারের একাধিক প্রার্থীর ক্ষেত্রে আইনি বাধা নেই । নির্বাচনী আইনে প্রার্থী হওয়ার সকল শর্ত পূরণ হলে একই পরিবারের ছেলে-মেয়ে বাবা-দাদা প্রার্থী হতে পারে।

 

আমার বার্তা/মুকবুল হোসেন/এমই