কোটালীপাড়ায় নির্ধারিত মূল্যে টিসিবির পণ্য বিক্রয়

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২২, ১৯:৪৭ | অনলাইন সংস্করণ

  কোটালীপাড়া প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলাধীন শুয়াগ্রাম ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিক্রয় করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টা হতে দুপুর ৩ টা পর্যন্ত গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার ১০ নং শুয়াগ্রাম ইউনিয়নের বাজার সংলগ্ন এলাকায় ৩ জন ডিলারের মাধ্যমে মোট ৩৬০টি কার্ড ধারী পরিবারের মধ্যে সয়াবিন তৈল ২ লিটার,মসুর ডাল ২ কেজি এবং এবং চিনি ১ কেজি বিক্রয় করা হয়, যার মূল্য ৪'শ ৫ টাকা।

পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন শেষে ১০ নং শুয়াগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ এ প্রতিবেদককে বলেন, ‘বর্তমান সরকার জন বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরীব এবং মেহনতী মানুষের জন্য অত্যন্ত কম মূল্যে এ পণ্যসমূহ মানুষের দ্বারে দ্বারে পৌছানোর ব্যবস্থা করছেন এবং তিনি গরীব এবং মেহনতী মানুষের সাথে সুখে দুঃখে ছিলেন,আছেন এবং থাকবেন।’

 তিনি আরও বলেন,‘আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন সৃষ্টিকর্তা যেন তাকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রদান করেন।’


এবি/ইজা