বায়ুদূষণে শীর্ষে দুবাই, ঢাকার অবস্থান অপরিবর্তিত
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১১:০১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

সংযুক্ত আরব আমিরাতের দুবাই বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৭৮ স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় শীর্ষ ৬টি শহরের বাতাসের মানই ‘অস্বাস্থ্যকর’। তবে ঢাকার বাতাসের মানে খুব একটা পরিবর্তন দেখা যায়নি।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
একিউআই স্কোর ৮৬ নিয়ে বাতাস আজ ‘মাঝারি’ পর্যায়ে থাকায় তালিকার ১৭তম স্থানে নেমে এসেছে মেগাসিটি ঢাকা। বুধবারও এই সময়ে ১৭ তম স্থানেই ছিল ঢাকা, একিউআই স্কোর ছিল ৮৩।
ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ৫.৬ গুণ বেশি রয়েছে।
আমার বার্তা/এল/এমই