ই-পেপার মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

মাইলস্টোন ট্র্যাজেডি: মাইলস্টোনে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন

আমার বার্তা অনলাইন:
০৩ আগস্ট ২০২৫, ১৪:৩৯

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং কর্মচারীদের স্মরণে রোববার (৩ আগস্ট) আয়োজন করা হয় শোকসভা ও দোয়া মাহফিলের।

এই আয়োজন ঘিরে অডিটোরিয়ামে তৈরি হয় আবেগঘন পরিবেশের। নিহতদের জন্য দোয়া করতে গিয়ে কেঁদেছে। শিক্ষকরাও কান্নায় ভেঙে পড়েন। এসময় সৃষ্টি হয় হৃদয়বিদারক পরিবেশের। এদিন সকাল ১০টা থেকেই শিক্ষার্থীরা ধীরে ধীরে ক্যাম্পাসে প্রবেশ করতে শুরু করে। কলেজের প্রধান ফটক পেরিয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়ে বিধ্বস্ত স্কুল ভবনের চারপাশে টিন দিয়ে ঘেরা এলাকা। এই ভবনের শ্রেণিকক্ষেই ক্লাস করত নিহত অনেক শিক্ষার্থী।

আজ সকাল সাড়ে দশটা থেকে দুপুর পর্যন্ত কয়েক ধাপে কলেজ অডিটোরিয়ামে শুরু হয় শোকসভা ও মিলাদ মাহফিল। কলেজের অধ্যক্ষ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন। প্রথমে কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সংক্ষিপ্ত বক্তব্য দেন কলেজ কর্তৃপক্ষ।

অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, এই দুর্ঘটনা আমাদের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আমরা কেবল শিক্ষার্থী হারাইনি, হারিয়েছি পরিবারের সদস্যদের। এই শোক কাটিয়ে ওঠা সহজ নয়, কিন্তু একে অপরের পাশে থাকলে আমরা সহজেই ঘুরে দাঁড়াতে পারব।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ বলেন, এই শোক কেবল সংখ্যা দিয়ে বোঝানো যাবে না। এই শোক কাটিয়ে ওঠা সহজ নয়। কিন্তু আমরা যদি একে অপরের পাশে থাকি, তাহলে এই দুঃসময় থেকেও বেরিয়ে আসতে পারব। একা কোনো পরিবার, কোনো বন্ধু বা সহপাঠী নয়- আমরা সবাই এই ব্যথার ভাগীদার।

এই ঘটনার পর অনেকে এখনো ট্রমাটাইজ। আমরা কলেজ প্রশাসন থেকে চেষ্টা করছি সবার কাছে পৌঁছাতে। যাদের মানসিক সাপোর্ট প্রয়োজন, আমরা পাশে থাকার আশ্বাস দিয়েছি। তবে শুধু আমাদের পক্ষ থেকে নয়, তোমরাও তোমাদের বন্ধুদের খোঁজ নাও। যে কারও আচরণে পরিবর্তন দেখলে সেটা জানাও। আমরা যেন একে অপরকে হারিয়ে না ফেলি।

অধ্যক্ষ বলেন, আমরা চাই না কেউ একা হয়ে যাক। এ রকম দুর্ঘটনার পর একজন মানুষ কিভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়, সেটা আমরা দেখতে পাচ্ছি।

তিনি জানান, কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য কাউন্সেলিং কার্যক্রম অব্যাহত রাখবে। প্রয়োজনে অভিভাবকদেরও কাউন্সেলিংয়ে যুক্ত করা হবে।

তিনি আরও বলেন, কলেজে পাঠদান বন্ধ থাকলেও ক্যাম্পাস সীমিত আকারে খুলে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের মানসিক অবস্থার কথা চিন্তা করে। এই সপ্তাহের মধ্যেই আমরা শিক্ষা কার্যক্রম শুরু করতে চাই। তবে সেটি হবে ধাপে ধাপে, শিক্ষার্থীদের প্রস্তুতি ও মানসিক অবস্থার উপর ভিত্তি করে।

এরপর শুরু হয় বিশেষ মোনাজাত। নিহতদের আত্মার মাগফিরাত কামনায় সবাই হাত তোলে দোয়া করার সময় অনেক শিক্ষার্থীকে কাঁদতেও দেখা গেছে।

প্রসঙ্গত, গত ২১ জুলাই ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার পর মাইলস্টোন কর্তৃপক্ষ তিন দফায় ছুটি ঘোষণা করে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ২ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল। এর মধ্যেই চালু ছিল প্রশাসনিক কার্যক্রম, আহতদের সহায়তায় গঠন করা হয় একটি কন্ট্রোল রুম।

আমার বার্তা/এল/এমই

‘জুলাই পুনর্জাগরণ' কে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউয়ে জনতার ঢল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সকাল

গুলিতে আহত কর্মচারী নেতা জামাল হোসেন মারা গেছেন

রাজধানীর মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের ভেতরে দুর্বৃত্তের গুলিতে আহত চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতির সাবেক নেতা

পাবলিক স্পেসগুলো দখলমুক্ত করবো: ডিএনসিসি প্রশাসক

পরিচ্ছন্ন ঢাকা গড়তে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ

পূবাইলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু, মা-বাবা আশঙ্কাজনক

গাজীপুরে পূবাইলে একটি বাসায় গ্যাস সিলিন্ডারে চুলায় লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে পোড়া স্থানে বরফ দিতে নিষেধ করেন বিশেষজ্ঞরা

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে হাসিনা ও তার সহযোগীদের নিয়ে লাইভ গেম শো

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

জনগণ প্রতি বছর আজকের দিনটি সরকারি ছুটি হিসেবে উপভোগ করবে: তারেক রহমান

এক মুহূর্তেই পদ্মায় বিলীন জাজিরার দ্বিতল মসজিদ

বাংলাদেশে আরেকটি বিপ্লব লাগবে: সাদিক কায়েম

‘জুলাই পুনর্জাগরণ' কে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউয়ে জনতার ঢল

রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পদোন্নতির বিষয়ে নতুন নীতিমালা জারি সরকারের

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আনন্দ মিছিলে এসে বিএনপি নেতার মৃত্যু

বদলে ফেলুন দৈনন্দিন আচরণের এই অভ্যাসগুলো

কানাডায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আলোচনাসভা

আজ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে থাকছে তারকাদের কনসার্ট

ওপেন সোর্স সফটওয়্যারে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করলো গুগল

এক দিনের জন্য বন্ধ একাদশের অনলাইন ভর্তি

সাইমুমের পরিবেশনার মধ্য দিয়ে শুরু ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান

জাবিতে গণ-অভ্যুত্থানে হামলায় জড়িত ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

জামায়াত আমিরের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে

৫ আগস্ট ফ্যাসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন: ইউনূস

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচারসহ ৪ দাবি বাসদের

পিআর-সংস্কার ছাড়া নির্বাচন দিলে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে: তাহের