সুন্দরবন স্কয়ারে আগুন

মাইকিং করেও ভবন থেকে নামানো যাচ্ছে না দোকানদারদের

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১১:৪৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে। তবে ভবনটির পঞ্চম তলা, চতুর্থ তলা ও তৃতীয় তলায় অনেক মানুষজন রয়েছেন। তাদের নিরাপত্তা ঝুঁকি দেখায় ফায়ার সার্ভিসের লোকজন বারবার মাইকিং করছে নিচে নেমে আসার জন্য।

শনিবার (২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, মার্কেটের পঞ্চম তলায় আগুন লেগেছে। আমাদের ১১টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

এছাড়া ঘটনাস্থলে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। কিন্তু মার্কেটের পঞ্চম তলা, চতুর্থ তলা ও তৃতীয় তলায় অনেক লোকজন রয়েছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি, আমরা তাদের বারবার মাইকিং করে বলছি যে আপনার নিচে চলে আসেন। আপনাদের সঙ্গে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। কিন্তু তারা আমাদের কোনো কথাই শুনছে না, তারা ওইখানে দাঁড়িয়ে রয়েছে। বারবার সেনাবাহিনী এবং পুলিশও মাইকিং করছে, তারা কারও কথাই শুনছে না । আমাদের ধারণা এখানে কর্মচারীদের থাকার কোন ব্যবস্থা আছে, আর ওই বিভিন্ন দোকানের কর্মচারী তারা। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাদের নিচে নামিয়ে আনার। 

এর আগে সকাল ১০টার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। ‌ 

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আমাদের কাছে সকাল দশটায় সংবাদ আসে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লেগেছে। পরে আগুন নিয়ন্ত্রণে আমাদের একে একে এগারটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলমান রয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি। ‌ এছাড়া কেউ হতাহত হয়েছে এমন সংবাদও আমাদের কাছে আসেনি। 


আমার বার্তা/জেএইচ