জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১৫:২০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা৷

মানববন্ধনে বক্তারা বলেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের ওপর নিপীড়নের পরও সেসব জায়গায় নিঃশ্চুপ ভূমিকা পালন করেছে জাতিসংঘ। উল্টো বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষের মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করে এমন সব ইসলাম বিরোধী কার্যক্রম নির্বিঘ্ন করতে এখানে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

সংগঠনটির এমন বিতর্কিত কর্মকাণ্ড বন্ধ না হলে সামনে তীব্র আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলেও হুঁশিয়ারি দেন মানববন্ধনের বক্তারা। এসময় সরকারকে দেশের ইসলাম প্রিয় মানুষের পক্ষে থাকার আহ্বান জানান তারা।


আমার বার্তা/এল/এমই