চাকসু নির্বাচন ১২ অক্টোবর

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১৬:৩৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর (রবিবার)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৩টায় চাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা অনুষ্ঠানে নির্বাচনের তারিখ ঘোষণা করেন চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

চাকসু নির্বাচন কমিশনের মেম্বার সেক্রেটারি অধ্যাপক ড. আরিফুল হক সিদ্দিকী বলেন, ‘আমাদের সব বিভাগের খসড়া ভোটার তালিকা না পাওয়া পর্যন্ত আমরা তফসিল ঘোষণার দিকে যাইনি। মঙ্গলবার আমরা ৫৪ টি বিভাগের সব খসড়া পেয়ে গেছি। এরপর নির্বাচনী আচরণের খসড়া পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের ১৪ টি হল ও ১ টি হোস্টেলের মোট ২৫,৭৫২ জন শিক্ষার্থী ভোটার তালিকায় রয়েছে। নির্বাচনের জন্য আমরা ১৪ টি কেন্দ্র করবো। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। আমরা একটি ওয়েবসাইট তৈরি করব। যাবতীয় তথ্য সেখানে জানানো হবে।’

নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর রোববার। আমাদের যাবতীয় তথ্য ওয়েব পোর্টালে দেয়া হবে। তবে আলোচনার ভিত্তিতে যাবতীয় সংশোধন করা যাবে। একটি সুস্থ ও গঠনমূলক নির্বাচনের জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করি।’
 
দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের সপ্তম চাকসু নির্বাচন। ১৯৬৬ সালে প্রতিষ্ঠার পর ৫৮ বছরে মাত্র ৬ বার চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। সবশেষ ১৯৯০ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় চাকসু নির্বাচন।

আমার বার্তা/এল/এমই