খুবিতে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছেন দেশি-বিদেশি তিন শতাধিক গবেষক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১৬:৫৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

খুলনা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘শান্তি প্রতিষ্ঠায় কলা ও মানবিকীবিদ্যা’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন।
শনিবার (২ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শান্তি কেবল আইন বা চুক্তির মাধ্যমে নয়, এটি আসতে হয় মানুষের আবেগ, সংস্কৃতি ও ইতিহাস থেকে। কলা ও মানবিকবিদ্যা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের সৃজনশীল প্রতিবাদের দৃষ্টান্ত তুলে ধরেন এবং বলেন, সাহিত্য, ইতিহাস, শিল্প এসব শিক্ষার মাধ্যমে সহমর্মিতা ও বৈশ্বিক সচেতনতা গড়ে ওঠে।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বলেন, এই ধরনের সম্মেলন গবেষকদের জ্ঞান বিনিময় ও সহযোগিতা বাড়াবে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান কবীর। স্বাগত বক্তব্য দেন ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর ড. আব্দুর রহমান শাহীন। সঞ্চালনায় ছিলেন বাংলা ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. দুলাল হোসেন ও সহযোগী অধ্যাপক হামালনা নিজাম।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি সেইন্স মালয়েশিয়ার অধ্যাপক ড. মুহাম্মদ কামারুল কাবিলান ও বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আজম। রোববার সম্মেলনের দ্বিতীয় দিনে কী-নোট উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান।
দুই দিনব্যাপী এই সম্মেলনে ১৬৫টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। অংশ নিচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ দেশি-বিদেশি তিন শতাধিক গবেষক।
আমার বার্তা/এল/এমই